তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা ঘোষণা করে এর খসড়া অনুমোদন দিয়েছে নিম্নতম মজুরি বোর্ড। আজ দুপুরে তোপখানা রোডে নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের নিয়ে নবম সভায় এই প্রস্তাব চূড়ান্ত করা হয়।
তবে এই প্রস্তাবে আপত্তি জানিয়ে মালিকপক্ষের প্রতিনিধিরা সভা থেকে বেরিয়ে যান। তার এ প্রস্তাবের বিষয়ে ভোটদানেও বিরত থাকেন। ভোটাভুটিতে ছয় সদস্যের মধ্যে চারজনের সমর্থন পাওয়ায় ৫ হাজার ৩০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের খসড়া প্রস্তাব বোড চূড়ান্ত করেছে বলে জানা গেছে। বিজিএমইএর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন পর্যবেক্ষক হিসাবে এই সভায় উপস্থিত ছিলেন।
এর আগে তোপখানা রোডে নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয় ঘেরাও করেন তিনটি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা বিভিন্ন দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা নিম্নতম মজুরি আট হাজার টাকার দাবি করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।