আমাদের কথা খুঁজে নিন

   

পোশাক খাতে ৫৩০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব


বোর্ড গঠনের প্রায় পাঁচ মাস পর সোমবার মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের নিয়ে মজুরি বোর্ডের নবম সভায় এই প্রস্তাব চূড়ান্ত করা হয়।
তবে ওই প্রস্তাবে আপত্তি জানিয়ে মালিকপক্ষের প্রতিনিধিরা ভোট না দিয়ে সভা থেকে বেরিয়ে যান।
ভোটাভুটিতে ছয় সদস্যের মধ্যে চারজনের সমর্থন পাওয়ায় ৫ হাজার ৩০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে বলে বোর্ডের চেয়ারম্যান এ কে রায় জানান।
সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা অনেক চেষ্টা করেছি সমঝোতার। কিন্তু মালিকপক্ষ রাজি হয়নি।

তারা চলে গেলেন। আমি বাধ্য হয়েছি ভোট করে সিদ্ধান্তে আসতে। অধিকাংশ সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। ”
শ্রমিকরা এর আগে আট হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানিয়ে এলেও বোর্ডের সভায় শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ৫ হাজার ৩০০ টাকার প্রস্তাবের পক্ষেই ভোট দেন।  
গত বৃহস্পতিবার বোর্ডের অষ্টম সভায় মালিকপক্ষ ৪ হাজার ২৫০ টাকা প্রস্তাব করেন।

কিন্তু শ্রমিকপক্ষের বিরোধিতায় রোববার আবারো বসতে হয় বোর্ডকে।
রাজধানীর তোপখানা রোডে মজুরি বোর্ডের কার্যালয় ঘেরাও করে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ঐক্য পরিষদের নেতা-কর্মীদের বিক্ষোভের মধ্যেই এ বৈঠক চলে।
বিজিএমইএর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন পর্যবেক্ষক হিসাবে এই সভায় উপস্থিত ছিলেন।
এখন নিয়ম অনুযায়ী বোর্ডের এই সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশ করা হবে এবং অন্য সব পক্ষের মতামত নিয়ে গেজেট জারির ১৫ দিনের মধ্যে তা শ্রম মন্ত্রণালয়ে পাঠানো হবে।   
মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই মজুরি বোর্ডের এই প্রস্তাব বাস্তবায়নের আদেশ দেবে সরকার।

  
এর আগে সর্বশেষ ২০১০ সালের ২৭ জুলাই পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা নির্ধারণ করা হয়।
গত তিন বছরে মূল্যস্ফীতির কারণে ওই কাঠামো পর্যালোচনা করার দাবি জানিয়ে আসছিল শ্রমিক সংগঠনগুলো।  
প্রায় ২০ বিলিয়ন ডলারের এই শিল্পে ৩৬ লাখের বেশি শ্রমিক জড়িত, যাদের অধিকাংশই নারী। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হলেও আগের মজুরি কাঠামোই সব কারখানায় ঠিকমতো অনুসরণ করা হয় না বলেও অভিযোগ রয়েছে।
গত বছরের নভেম্বরে তাজরীন ফ্যাশনসে আগুন এবং গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের প্রেক্ষিতে বিশ্বব্যাপী গণমাধ্যমে বাংলাদেশের পোশাক কারখানার কর্মপরিবেশ ও শ্রমিকদের স্বল্প মজুরির বিষয়টি নতুন করে সামনে চলে আসে।


যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশি পোশাক বর্জনেরও হুমকি দেয়া হয়।
এই প্রেক্ষাপটে গত ১২ জুন পোশাক খাতের বেতন পুননির্ধারণের জন্য নতুন মজুরি বোর্ড ঘোষণা করেন শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।
সাবেক জেলা জজ এ কে রায়ের নেতৃত্বে এই বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসাবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. কামাল উদ্দীন। আর মালিকপক্ষের স্থায়ী সদস্য হিসাবে কাজী সাইফুদ্দীন আহমদ, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য হিসাবে ফজলুল হক, গার্মেন্টস মালিক প্রতিনিধি হিসাবে বিজিএমইএর পরিচালক আরশাদ জামাল  এবং গার্মেন্টস শ্রমিক প্রতিনিধি হিসাবে সিরাজুল ইসলাম এই বোর্ডে রয়েছেন।
এর আগে গত ১২ মে বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছিলেন, বোর্ড যখনই মজুরি নির্ধারণ করুক না কেন, সেটা কার্যকর হবে গত ১ মে থেকে।


প্রথমে ওই তারিখ নিয়ে আপত্তি করলেও পরে মালিকেরা ঘোষণা দেন, মজুরি বোর্ড যে সিদ্ধান্ত দেবে, সেটাই তারা মানবেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.