কিউইদের আবারও 'বাংলাওয়াশ' করল টাইগাররা। ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেষ ওয়ানডে খেলায় প্রতিপক্ষকে চার উইকেটে হারিয়ে তারা এ সাফল্য অর্জন করল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দুটি খেলায় টাইগাররা ড্র করেছে সমানতালে খেলে। নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট খেলা অমীমাংসিত থাকলেও নিজেদের ঝুলিতে একটি বিশ্বরেকর্ড রাখতে পেরেছে টাইগাররা। সোহাগ গাজী এক টেস্টে ব্যাট হাতে সেঞ্চুরি এবং বল হাতে হ্যাটট্রিক করার অনন্য কৃতিত্ব দেখিয়েছেন। টেস্ট খেলায় ১৩৭ বছরের ইতিহাসে এ ধরনের কৃতিত্ব এটিই প্রথম। ওয়ানডের তিনটি খেলার তিনটিতে কিউইদের হারিয়ে টাইগাররা প্রমাণ করল তারা সামনের দিকেই এগিয়ে যাচ্ছে। শেষ খেলায় বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান এবং দলের নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবালকে ছাড়াই খেলতে নামে বাংলাদেশ দল। কিউইদের ৩০৭ রানের পাহাড় ডিঙিয়ে জয় ছিনিয়ে এনেছেন তারা। বাংলাদেশ এ পর্যন্ত ২৮৩টি ওয়ান ডে ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় পেয়েছে মাত্র ৮০টি। এর মধ্যে তিনটি খেলায় তারা প্রতিপক্ষের তিনশ'র বেশি রান ডিঙানোর কৃতিত্ব দেখিয়েছে। নিউজিল্যান্ডকে তারা এবার নিয়ে দ্বিতীয়বারের মতো ওয়ানডের সবকটি খেলায় হারালো। নিউজিল্যান্ডকে বাংলাওয়াশ করার কৃতিত্ব নানা কারণে আশাজাগানিয়া। টাইগাররা প্রমাণ করল তারা ভালো খেলার ধারাবাহিকতা বজায় রাখতে শিখেছেন। দলে প্রতিভাবান খেলোয়াড়দের সংখ্যা এখন আর দুই-একজন নয়। তারকা বলে চিহ্নিতদের অনুপস্থিতিতেও বড় ধরনের জয় পাওয়ার ক্ষমতা রাখেন তারা। আমাদের বিশ্বাস মুশফিক বাহিনী তাদের এগিয়ে চলার ধারা অটুট রাখতে সক্ষম হবে। টেস্টে সম্মানজনক ড্র এবং ওয়ানডেতে নিউজিল্যান্ড দলকে বাংলাওয়াশ করার পর সবার দৃষ্টি এখন মিরপুরের দিকে। আগামীকাল ৬ নভেম্বর মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের একমাত্র টি-২০ ম্যাচ। আমাদের প্রত্যাশা এই ম্যাচেও জয়ী হওয়ার কৃতিত্ব দেখাবে টাইগাররা। রাজনৈতিক অস্থিরতায় যখন জাতীয় ঐক্য প্রশ্নবিদ্ধ তখন টাইগারদের জয় অসামান্য জাতীয় ঐক্যের প্রতিফলন ঘটিয়েছে। সরকার ও বিরোধী দল এ বিজয়ে মিলিত হয়েছে একসূত্রে। আমাদের কামনা এই ঐক্য রাজনীতিতেও প্রতিষ্ঠিত হোক। গড়ে উঠুক সমঝোতার পরিবেশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।