আমাদের কথা খুঁজে নিন

   

কলকাতায় বাংলাদেশ প্যাভিলিয়ন জমজমাট

এবারও কলকাতার আন্তর্জাতিক বইমেলার অন্যতম আকর্ষণ পদ্মাপারের বাংলাদেশকে ঘিরে। বইমেলা প্রাঙ্গণের একেবারে মাঝখানেই প্রায় ৩ হাজার বর্গফুট জুড়ে এই প্যাভিলিয়নের আকর্ষণের মাত্রা এবার অনেকটাই বেড়েছে। বাংলাদেশে থিম মণ্ডপটি তৈরি করা হয়েছে কার্জন হলের আদলে। মোট ২৭টি স্টল আছে এই প্যাভিলিয়নে। এর মধ্যে ৭টি সরকারি প্রতিষ্ঠান। বাংলা একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্র, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ পর্যটন করপোরেশন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের পাশাপাশি আছে বেসরকারি প্রকাশনী সংস্থা সময় প্রকাশন, মাওলা ব্রাদার্সের মতো নামি সংস্থাগুলোও। প্যাভিলিয়নে ঢুকেই চোখ আটকে যায় হুমায়ূন আহমেদ, আনিসুজ্জামান, আনিসুল হকসহ বিশিষ্ট লেখকদের বইয়ে। হাতে হাতে ঘুরছে 'আমি বিজয় দেখেছি', মিসির আলি সমগ্র, 'বঙ্গবন্ধুর জীবন কথা', 'হে জ্যোতির্ময়'সহ অনেক বই। এ ছাড়াও দৈনন্দিন জীবনে ইসলাম, ইসলামের বিশ্বকোষসহ ধর্মগ্রন্থগুলোরও বেশ চাহিদা বেড়েছে এবারের মেলায়।

একই সঙ্গে মুজিবুর রহমানেও মজেছে বইমেলা। হাতে হাতে ঘুরছে মুক্তিযুদ্ধের কবিতা। প্রতিটি স্টলেই উপচে পড়া ভিড়। দম ফেলার ফুরসত নেই ঢাকার প্রকাশকদের। চতুর্থ দিনেই যা ভিড় দেখা গেছে তাতে ঢাকার প্রকাশকরা অত্যন্ত খুশি। যত দিন যাবে এই ভিড় যে বাড়বে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আগামী ৫ ফেব্রুয়ারি বইমেলায় উদযাপিত হবে 'বাংলাদেশ দিবস'। এদিন বইমেলা প্রাঙ্গণে অবস্থিত এসবিআই অডিটোরিয়ামে 'সভ্যতার জন্য গ্রন্থ, গ্রন্থের জন্য সভ্যতা' শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস। এ ছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশের শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, শামসুজ্জামান খানসহ বিশিষ্ট ব্যক্তিরা। উল্লেখ্য, ২৮ জানুয়ারি মিলন মেলা প্রাঙ্গণে ৩৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করেন পেরুর বিশিষ্ট লেখক ফ্রান্সিসকা ডেনেগ্রি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরদিন এই মেলা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.