আমাদের কথা খুঁজে নিন

   

মালয়েশিয়ায় গ্রেফতার আতঙ্কে আড়াই লাখ বাংলù

মালয়েশিয়ায় প্রায় ২ লাখ ৬৮ হাজার অবৈধ বাংলাদেশি অভিবাসী রয়েছে। আর সেখানে অবৈধদের ধরতে চলছে বড় ধরনের অভিযান। প্রথম দিনেই গ্রেফতার হয়েছে আড়াই হাজার। এর মধ্যে কমপক্ষে পাঁচ শতাধিক বাংলাদেশি রয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। সাম্প্রতিক সময়ে দেওয়া বৈধতার সুযোগের পরও যারা অবৈধ রয়েছেন তাদেরকেই গ্রেফতারে এ অভিযান। তবে এরপরও বিপুল পরিমাণ বাংলাদেশি রয়েছেন অবৈধ, আবার অনেকেই বৈধতা সত্ত্বেও সব কাগজপত্র দেখাতে পারছেন না। মুখোমুখি হচ্ছেন গ্রেফতারের। গ্রেফতারের পর কী হবে, জেলে কাটাতে হবে কতদিন এসব নিয়ে আতঙ্কে রয়েছেন প্রবাসীরা। তবে ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেছেন, গ্রেফতারকৃতদের সরকারিভাবে দেশে ফিরিয়ে আনা হবে।

মালয়েশিয়ার দ্য স্টার অনলাইনের খবরে বলা হয়েছে, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি ড. আহমদ জাহিদ হামিদি সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে অভিযানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, সারা দেশের ৪০টি এলাকায় অভিযান চালিয়ে রবিবার মোট ৮ হাজার ১০৫ জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাদের মধ্যে ২ হাজার ৪৩৩ জনকে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আটক করা হয়। এদের মধ্যে ৭১৭ জন ইন্দোনেশীয়, ৫৫৫ জন মিয়ানমারের, ৩৮৭ জন বাংলাদেশি এবং ২২৯ জন নেপালি নাগরিক রয়েছেন। আটক বাকিরা ভিয়েতনাম, কম্বোডিয়া, ভারত, পাকিস্তান, চীন, ফিলিপাইন, থাইল্যান্ড ও ?নাইজেরিয়ার নাগরিক। তবে পত্রিকাটির গত সন্ধ্যার প্রতিবেদনে এই সংখ্যা বাড়ার কথা জানানো হয়েছে। অভিযানে প্রায় ৪ লাখ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে মালয়েশিয়া সরকারের। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি সংবাদমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া কোনো শ্রমিককে তারা দেশে থাকতে দেবে না। এর অংশ হিসেবে রবিবার এই অভিযান শুরু হয়, যা চলতি বছরের শেষ পর্যন্ত চলবে। মালয়েশিয়ার অভিবাসন দফতর, পুলিশ, সিভিল ডিফেন্স, জাতীয় নিবন্ধন কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থার প্রায় এক লাখ ৩৫ হাজার সদস্য এই অভিযানে অংশ নিচ্ছেন। মালয়েশিয়ার অভিবাসন দফতর বলছে, রবিবার থেকে যাদের আটক করা হচ্ছে, তাদের বৈধ কাগজ দেখানোর জন্য ১৪ দিন সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে যারা বৈধ কাগজপত্র দেখাতে পারবেন, তারা মালয়েশিয়ায় থেকে যাওয়ার সুযোগ পাবেন। বাকিদের দেশে ফেরত পাঠানো হবে। কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা গতরাতে টেলিফোনে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গ্রেফতার শুরুর পর থেকে অনেকেই হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু এখন সেই অর্থে হাইকমিশনের কিছু করার নেই। কারণ সময়মতো তারা বৈধতার সুযোগ গ্রহণ করেননি। তবে আটককৃতদের বিষয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী সব সহায়তা করা হবে বলে জানান তিনি। এদিকে প্রবাসী কল্যাণমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, আটকদের আনতে সরকার উদ্যোগ নিচ্ছে। সেদেশের সরকারকে অনুরোধ করেছি, যেন আমাদের কোনো লোক আটক হলে তাদেরকে পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর জন্য ১৫ দিন সময় দেওয়া হয়। আটকদের যেন কোনো সাজা না দেওয়া হয়, সেজন্য মালয়েশিয়া সরকারকে অনুরোধ জানিয়েছি। আশা করছি, আমাদের শ্রমিকদের কোনো সাজা হবে না এবং আমরা তাদেরকে দেশে ফিরিয়ে আনতে পারব।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.