আমাদের কথা খুঁজে নিন

   

হোয়াইটওয়াশ সালমারা

প্রথম দুই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল। গতকাল পচেফস্ট্রমের তৃতীয় টি-২০ ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। সেই ম্যাচটি ৩ রানে হেরেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। ফলে হোয়াইটওয়াশ হয়েছেন সালমারা। আগের দুই ম্যাচে পরে ব্যাট করেছিল স্বাগতিকরা। জিতেছিল ৯ উইকেটে। প্রথমে ব্যাট করে স্বাগতিকরা ২০ ওভারে ৪ উইকেটে ১০৪ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন অধিনায়ক এম ডু প্রিজ। ইনিংসটি খেলেন ৫০ বলে ৫ চারে। বাংলাদেশের পক্ষে সালমা ৪ ওভারে ৭ রানে নেন ২ উইকেট। ১১০ রানের টার্গেটে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ৮১ রান করেন রুমানা ও আয়েশা রহমান। রুমানা ব্যক্তিগত ৪০ রানে আউট হওয়ার পরই হারের পথে পা বাড়ায় সালমারা। এই ধাক্কা শেষ দিকে সামাল দিতে না পারায় বাংলাদেশ ২০ ওভারে ৪ উইকেটে ১০৬ রান করে। রুমানা ৪০ ও আয়েশা ৪২ রান করেন। আগামী ২০ সেপ্টেম্বর থেকে খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.