আর্তচিৎকার
আমাদের বিরোধী দল হরতাল দিয়ে কতটুকু সফল জানিনা। তবে একদিক থেকে তারা সফল তা হচ্ছে ছোট্ট শিশুদের ভিতর তারা ককটেল এবং পিকেটিং Concept সফল ভাবে ঢুকাতে পেরেছে।
আজ দেখলাম আমার ৭ বৎসর বয়সী দুই cousin খেলা করছে আর "ককটেল, পিকেটিং" শব্দ গুলো বলছে। কৌতূহলবশত ওদের জিজ্ঞাসা করলাম, "এই শব্দগুলো কই শিখেছ?" তাদের সরল উত্তর, "কেন টিভি তে দেখায় হরতাল হলেই ককটেল, পিকেটিং হয়।"
মাননীয় রাজনীতিবিদগন দেশ আর দেশের কল্যাণে নিজেদের সহিংস আন্দোলন নিয়ে ভাবতে ভাবতে হয়তো ভুলেই গেছেন আমাদের শিশুরা কি শিখছে তাদের এই আচরণে। তাদের এ সহিংসতা কতটুকু আঘাত আনছে শিশুদের মনে।
আগামী দিনের শিশুরা হয়তো শিখবে, "দেশপ্রেমের অপরনাম হরতাল"। ককটেল একটি খেলার বস্তু।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।