আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশকে নিয়ে কলকতার পত্রিকা ''বর্তমান'' এর খারাপ উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

অশান্তিতে দেশ ছাড়ছেন বাংলাদেশিরা, অনুপ্রবেশ ঠেকাতে বি এস এফকে সতর্ক করল কেন্দ্র। বাংলাদেশের ভাল কোন খবর কলকাতার কোন পত্রিকায় শহজে ছাপা হয় না। কিন্তু রাজনৈতিন অস্থিরতার কোন খবরই তারা আবার বাদও রাখে না। উল্টো তিল কে তাল বানিয়ে এমন ভাবে তারা খবর প্রকাশ করে যেন বাংলাদেশ কেবলই জঙ্গিদের আড্ডাখানা।

সন্ত্রাস, খুন, গুম, হরতাল এর নাম বাংলাদেশ। দেশের চলমান অস্থিরতা শুরু হবার পরথেকে তাদের পত্রিকার প্রথম পাতার হেডলাইনে জাগা করে নিয়েছে বাংলাদেশের খবর। তাও বিশাল আকারে প্রকাশ করা হয় এইসব খবর। তাদের প্রত্যেকটা খবরই বাংলাদেশের অবস্থাকে নেগেটিভ ভাবে উল্লেখ করা হয়ে থাকে। কিন্তু আজকের ''বর্তমান'' পত্রিকা তাদের প্রথম পাতায় বিশাল করে যেই নিউজ প্রকাশ করেছে সেটা কিছুতেই মেনে নেয়া যায় না।

তাদের খবরের ধরন দেখে মনে হচ্ছে বাংলাদেশে এখন ১৯৭১ সালের মত যুদ্ধ চলছে তাই বাংলাদেশে কেহ থাকতে পারছে না। ফলে মানুষ দলে দলে ভারত রওনা হচ্ছে। সামনে এই ভারত প্রবেশের প্রবণতা আরো বৃদ্ধি পাবে তাই বিএসএফ কে আরো বেশি সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। পার্শ্ববর্তী দেশের একটি জাতিয় দৈনিক পত্রিকার সম্পাদকের এমন কুরুচিপুর্ন মনোভাব আমার মোটেও পছন্দ হয় নি। তাই আমি আমার অবস্থান থেকে এর তিব্র প্রতিবাদ জানাই এবং এই খবর মুছে ফেলার আহ্বান জানাই।

সাথে সাথে সামনে বাংলাদেশ নিয়ে কোন খবর প্রকাশের সময় আরো বেশি আন্তরিক ও দায়িত্বপুর্ন মনোভাব নিয়ে কাজ করার অনুরুধ করছি। কি লিখছে আজকের পত্রিকায়: -> হেডলাইন; অশান্তিতে দেশ ছাড়ছেন বাংলাদেশিরা, অনুপ্রবেশ ঠেকাতে বি এস এফকে সতর্ক করল কেন্দ্র। বিস্তারিত: স্ক্রিনশট দেয়া হলো নিজেরাই পড়ে নিন। - গতকালও কলকাতার জিনিউজ.কম বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটি দায়িত্বজ্ঞানহীন লেখা প্রকাশ করে। এতে ক্ষোভে ফেটে পরে অনলাইন এ্যক্টিভিস্টরা।

এবং এর তীব্র প্রতিবাদ জানায়। আমি নিচের পদ্ধতিতে অভিযোগ জানিয়েছি, ইচ্ছে হলে আপনারাও জানাতে পারেন। সরাসরি পত্রিকা বরাবর কম্প্লেইন করতে Click This Link এখানে ক্লিক করুন। অথবা: নিচের ঠিকানায় অভিযোগ জানাতে পারেন। 6, J.B.S.Haldane Avenue, Kolkata 700 105, Phones: (033)23000551 /555/ 550. Fax: 2323 4030 email: ; ; ---------------------------------------------------------------


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.