আমাদের কথা খুঁজে নিন

   

শিরোপার পথে জুভেন্টাসের আরেক ধাপ

জিতেছে এখনো শিরোপা লড়াইয়ে থাকা নাপোলিও। সাস্সুয়োলোর মাঠে ২-০ গোলে জিতেছে ডিয়েগো ম্যারাডোনার সাবেক দল।

ঘরের মাঠে এই জয়ের ফলে জুভেন্টাসের শীর্ষস্থান আরো সুসংহত হলো। ২৪ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৬৩। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নাপোলি।

দুই ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে রোমার অবস্থান দ্বিতীয়।

জুভেন্টাস স্টেডিয়ামে ১৭ মিনিটে মিডফিল্ডার কোয়াদো আসামোহার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরেক মিডফিল্ডার ক্লাউদিও মার্কিসিও।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ডিফেন্ডার মার্তিন কাসেরেসের আত্মঘাতী গোলে ব্যবধান কমলেও সাত মিনিট পর সেরি আর গত দুই বারের চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত করা গোলটি স্ট্রাইকার ফার্নান্দো লরেন্তের।

প্রতিপক্ষের মাঠে ৩৭ ও ৫৬ মিনিটে নাপোলির দুই গোলদাতা মিডফিল্ডার ব্লেরিম জেমাইলি ও ফরোয়ার্ড লরেঞ্জো ইনসিনিয়া।



রোববার সেরি আর অন্যান্য ম্যাচে কাতানিয়া ৩-১ গোলে লাৎসিওকে, পার্মা ৪-০ গোলে আতালান্তাকে ও লিভোরনো ২-১ গোলে ক্যালিয়ারিকে হারিয়েছে এবং উদিনেজে ও জেনোয়া ৩-৩ গোলে ড্র করেছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.