আমাদের কথা খুঁজে নিন

   

‘শঙ্কা’ দূর করে জুভেন্টাসের জয়

টানা পঞ্চম জয়ের সুবাদে আপাতত জুভেন্টাস লিগের শীর্ষে। ১৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৩৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোমা। রোববার গোলশূন্য প্রথমার্ধের পর ৬৩ মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো লরেন্তের গোলে এগিয়ে যায় সেরি-আ’য় হ্যাটট্রিক শিরোপার সামনে দাঁড়িয়ে থাকা জুভেন্টাস। ফরাসি মিডফিল্ডার পল পোগবার ক্রস থেকে দারুণ এক ভলিতে লক্ষ্যভেদ করেন লরেন্তে। ৭৫ মিনিটে লরেন্তের পাস থেকেই জুভেন্টাসের জয় নিশ্চিত করেন আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার কার্লোস তেভেস। সেরি-আ’র অন্যান্য ম্যাচে লাৎসিও ১-১ গোলে সাম্পদোরিয়ার সঙ্গে ড্র করেছে এবং উদিনেসে ১-০ গোলে ফিওরেন্তিনাকে, সাসসুয়োলো ২-০ গোলে আতালান্তাকে এবং তোরিনো ৪-১ গোলে কাতানিয়াকে হারিয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।