Global Entrepreneurship Week বা বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ উপলক্ষে বাংলাদেশে এক সপ্তাহের বিশেষ আয়োজন নিয়ে আসছে “স্টার্টআপ ব্যাশ” । ঢাকার ইএমকে সেন্টার, বেসিস এবং নিউজক্রেড কার্যালয়ে তরুন উদ্যোক্তাদের জন্য নানান উপাদান দিয়ে সাজানো হয়েছে “স্টার্টআপ ব্যাশ” ।
২০০৮ থেকে প্রতিবছর বিশ্বব্যাপী বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ উদযাপন করা হয়ে থাকে । শুরু হবার পর থেকে ১২৫টি দেশে প্রায় ১ কোটি লোক বিশ্ব উদ্যোক্তা সপ্তাহের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছে । এরই ধারাবাহিকতায় বাংলাদেশে বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ নিয়ে বেশ কিছু পরিকল্পনা নেয়া হয়েছে ।
এক সপ্তাহের “স্টার্টআপ ব্যাশ” আয়োজন তরুন উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিতে সাজানো হয়েছে । উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মাঝে সেতুবন্ধন তৈরি করা, ব্যবসার মডেল নিয়ে কাজ করা, সফল উদ্যোক্তাদের গল্প তুলে ধরা, ব্যবসার মাধ্যমে বিভিন্ন সমস্যা সমধান করা এবং প্রযুক্তিকে ব্যবসার কাজে লাগিয়ে সফলতা অর্জন করার জন্য বিভিন্ন উপাদান দিয়ে সাজানো হয়েছে এই আয়োজন । “স্টার্টআপ ব্যাশ” এর অন্যতম আয়োজক ফায়াজ তাহের বলেন “পৃথিবীর সব দেশেই এখন উদ্যোক্তাদের সম্মানের দৃষ্টিতে দেখা হয় । শুধু অর্থনৈতিকই নয় সামাজিক সমস্যা সমাধানেও উদ্যোক্তাদের অবদান এখন বিশ্বব্যাপী স্বীকৃত । আমাদের লক্ষ্য তরুণদের নতুন কিছু উদ্ভাবনে অনুপ্রেরিত করা এবং নিজের স্টার্টআপ করতে সহায়তা করা ” ।
উদ্যোক্তা হতে ইচ্ছুক যে কেউ রেজিস্ট্রেশন করে অংশ নিতে পারেন “স্টার্টআপ ব্যাশ” - এ, লিঙ্কঃ http://startupbashbd.com
“স্টার্টআপ ব্যাশ” এর আয়োজকদের মধ্যে আছে সেতু, স্টার্টআপ ঢাকা, মেগনিটো ডিজিটাল, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, টিম-ইঞ্জিন, এম্পটি ভেঞ্চারস, জিএন্ডআর, নিউজক্রেড ইএমকে সেন্টার এবং বিডিটেকসোসিয়াল । পৃষ্টপোষকতায় আছে পপুলার লাইফ ইনস্যুরেন্স, এখনি ডট কম, এফএফসি, অলিম্পিক টি২০ বিস্কিট, ফরচুনা বাংলাদেশ, এপ্পি ফিজ, থ্রিএফ, অর্কিড প্রিন্টার্স, ডেল এবং এমজি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।