আমাদের কথা খুঁজে নিন

   

পদত্যাগের ঘোষণা দিলেন এসার সিইও

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, এসারকে দেওয়া এক বিবৃতিতে পদত্যাগের কারণ ব্যাখ্যা করেন ওয়াং।
ওই বিবৃতিতে তিনি বলেছেন, “কয়েক বছর ধরেই এসার অনেক জটিলতার মধ্যদিয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে সময় এসেছে আমার পদত্যাগের এবং নতুন কাউকে এই দায়িত্ব দিয়ে নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন এক সূচনা করার।”
২০১৪ সালের ১ জানুয়ারি পর্যন্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াং। এরপর দায়িত্ব বুঝে নেবেন এসারের বর্তমান প্রেসিডেন্ট জিম ওং।   
বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদর অনুযায়ী ওই তিন মাসে ৪৪.৬ কোটি ডলার নেট লোকসান হয়েছে এসারের। এরপরই পদত্যাগের স্বিদ্ধান্ত নেন ওয়াং। অন্যান্য পিসি নির্মাতাদের মতোই ক্রেতাদের ট্যাবলেটপ্রীতির কারণে ডেস্কটপ এবং ল্যাপটপ বাজারে টিকে থাকতে হিমসিম খাচ্ছে। গবেষকদের মতে এসারের বিক্রির হার হ্রাস পেয়েছে ৩২.৬ শতাংশ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.