আমাদের কথা খুঁজে নিন

   

সাভারে মৃতের সংখ্যা বেড়ে ৪৩০

সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা ৪৩০ জনে পৌঁছেছে। ঘটনার পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত অবস্থায় দুই হাজার ৪৩৭ জনকে উদ্ধার করা হয়েছিল। গতকাল বুধবার চিকিত্সাধীন অবস্থায় দুজন মারা যান। আজ সকালে আরও পাঁচজনের মৃত্যু হয়। এতে মৃতের সংখ্যা ৪৩০ জনে পৌঁছেছে।


এর মধ্যে সাভারের অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে ৩৪৬টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মর্গ থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয় ৩৫টি লাশ। অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে এখনো ১৩টি লাশ হস্তান্তরের অপেক্ষায় রাখা আছে। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে চারটি লাশ রয়েছে।
এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ৪৮টি লাশ পাঠানো হয়েছিল।

এর মধ্যে ২৮টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। দাফন করা হয়েছে ১৮টি। মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ২৩টি লাশ পাঠানো হয়েছিল। এর মধ্যে স্বজনদের কাছে সাতটি লাশ হস্তান্তর করা হয়। বাকি ১৪টি লাশ দাফন করা হয়েছে।


রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে ভারী যন্ত্রপাতি দিয়ে বর্জ্য অপসারণ ও উদ্ধারকাজ চলছে। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।