আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব দাড়ি গোঁফ প্রতিযোগিতা

এই দুনিয়ায় কেউ কারো নয়
পৃথিবীর অনেক দেশেই লম্বা দাড়ি গোঁফ রাখাকে ছেলেদের পৌরুষত্বের অন্যতম প্রতিক বলে মনে করা হয়। আবার অনেকে শখ করেই বড় রাখেন দাড়ি গোঁফ। কিন্তু এমন অনেক মানুষ আছেন, যাদের কাছে দাড়ি গোঁফ রাখা কেবল শখ কিংবা পৌরুষত্বের প্রতিকই নয় বরং এটি তাদের কাছে নেশার মতন। তাদের মতো মানুষদের জন্যই শনিবার থেকে জার্মানিতে বসেছে বিশ্ব দাড়ি গোঁফ প্রতিযোগিতা। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শতাধিক প্রতিযোগী বিচিত্র সব দাড়ি গোঁফ নিয়ে হাজির হয়েছিলেন প্রতিযোগিতায়।

তবে সকলকে টেক্কা দিয়ে বিশ্ব সেরা দাড়ি গোঁফের খেতাব জিতে নিয়েছে যুক্তরাষ্ট্রের দাড়ি গোঁফওয়ালা কনটিজেন্ট। এই কনটিজেন্টের সদস্যরা নিজেদের ঝুলিতে পুরেছে ৯টি ট্রফি। এরমধ্যে প্রথম হয়েছেন প্যাট্রিক ফেট্টি (ইংলিশ গোঁফ), ড্যান ল্যলর (ফ্রিস্টাইল গোঁফ), জেফ লেনগাম (ফুল ব্রিড প্রাকৃতিক গোঁফ) এবং বুরকি কেনি (স্টাইল গোঁফ)। অন্যান্য কনটিজেন্টের ট্রফি জয়ীরা হলেন, বেন জুয়েরগেন (রাজকীয় গোঁফ), স্যাম হোলকমবি (ইংলিশ গোঁফ)। জার্মানির লেইনফেলডেন-ইচটারডিনজেনে প্রতিযোগিতাটি আয়োজন করেছেন, জুয়েরগেন বুর্কহার্ডিট।


 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.