আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তি পেলেন মোশাররফ

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ গতকাল বুধবার মুক্তি পেয়েছে।

গতকাল পিটিআই প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, প্রায় ছয় মাস পর গৃহবন্দীদশা থেকে মুক্তি পেলেন মোশাররফ। তাঁর বিরুদ্ধে থাকা চারটি মামলাতেই তিনি জামিন পেয়েছেন।

গতকাল এক লাখ রুপির দুটি জামিন বন্ড আদালতে জমা দেন মোশাররফ। এরপর একজন অতিরিক্ত দায়রা বিচারক লাল মসজিদের ইমাম আবদুল রশিদ হত্যা মামলায় তাঁর মুক্তির লিখিত আদেশ দেন।

আবদুল রশিদ হত্যা মামলায় গত সোমবার মোশাররফের জামিন মঞ্জুর হয়।

সাবেক স্বৈরশাসক মোশাররফ গত মার্চে দেশে ফেরেন। এরপর চারটি মামলায় বিচারের সম্মুখীন হন তিনি। চারটি মামলাতেই তিনি জামিন পেয়েছেন। এর ফলে তাঁর মুক্তির পথ খুলে যায়।

তবে ধারণা করা হচ্ছে, জামিনে মুক্তি পেলেও দেশ ছাড়তে পারবেন না মোশাররফ। তাঁর আইনজীবী ইলিয়াস সিদ্দিকি গণমাধ্যমকর্মীদের বলেন, মোশাররফ নিষ্ক্রমণ নিয়ন্ত্রণ তালিকা (ইসিএল) থেকে নাম বাদ দেওয়ার জন্য সিন্ধু হাইকোর্টে যাবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই তালিকায় নাম থাকায় সরকারের অনুমতি ছাড়া পাকিস্তান ত্যাগ করতে পারবেন না সাবেক প্রেসিডেন্ট।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.