আমাদের কথা খুঁজে নিন

   

বাঁচানো গেলনা মনিরকে

হরতালের আগুনে দগ্ধ স্কুল ছাত্র মনির হোসেনকে (১৪) বাঁচাতে পারলেন না চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মনির বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে মারা যায় বলে মেডিকেল সূত্রে জানা যায়।

বিরোধী দলের ৬০ ঘণ্টার হরতালের প্রথমদিন সোমবার গাজীপুর চৌরাস্তায় একটি কভার্ড ভ্যানে দেয়া আগুন মারাত্মকভঅবে দগ্ধ হয় এই কিশোর।

মনিরদের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর থানার বড়কাঞ্চনপুর গ্রামে। সেখানেই মা আর ছোটভাইয়ের সঙ্গে থাকত মনির।

বাবা কভার্ড ভ্যানচালক রমজান আলী পেশাগত কারণে থাকতেন গাজীপুর শহরে। তার কাছেই বেড়াতে এসেছিল ছেলে। দুই ভাইয়ের মধ্যে মনির ছিল বড়। সে বড় কাঞ্চনপুর প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়তো।

মনির দগ্ধ হওয়ার ঘটনায় জয়দেবপুর থানার এসআই মো. হাফিজুর রহমান একটি মামলা করেছেন।

গাজীপুর জেলা জামায়াতের আমির আবুল হাসেম খান, সাধারণ সম্পাদক এসএম সানাউল্লাহ, সহ-সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাংগঠনিক ও প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর শহর জামায়াতের আমির খায়রুল হাসান, বিএনপি নেতা সাবেক কাউলতিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন, গাজীপুর সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তানবির আহমেদসহ ৫৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে এ মামলায়। অবশ্য পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।