আমাদের কথা খুঁজে নিন

   

যুবক , শিরোনামে নিজেকে বসিয়ে নিও !!!

_______--মৃত--________

হাতের কনিষ্ঠা ধরে সুখ খুঁজেছিলাম বাবার কাছে তখনো ছিলাম খুকি লাল নীল হাওয়াই মিঠাই আর ছোট পুতুলের সাথে বাবার আঙ্গুল! ভীষণ আহ্লাদ আর নির্ভরতা... একদিন তোমার কনিষ্ঠা ধরে রাস্তা পার হলাম... হেঁটে গেলাম, রুপকথার গল্প যতদিন সতেজ ছিলো! যতদিন ছিলো রাজকন্যার অগাধ রূপের মিছে মায়া আর মুগ্ধতা! তোমার আঙ্গুলে প্রেম ছিলো..., ততদিন! আঙ্গুল ছেড়ে হাত ধরতে গিয়ে দেখি সবই মেকি প্রেম তখন অষ্টাদশীর যৌবনে প্রেম আঙ্গুল ছেড়ে চলে গেছে জিভে... নরম মাংসাশী স্বাদে সময় গড়ালে সব বদলে যায়! নির্ভরতা ভাঙ্গে প্রেম বিক্রি হয়... তাই না? ০৭/১১/২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।