আমাদের কথা খুঁজে নিন

   

প্রতি : ব্লগার বন্ধুগণ

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

শাফিক আফতাব : আমি ইতোপূর্বে যে লেখাগুলো লিখেছি__তা অনেকটা আবেগের তোড়ে। শিল্প বা কাব্যগুণ বিচার করে নয়।

দমকা বাতাসের মতো যে আবেগের ঝাপটা যখন এসেছে, তখুনি লিখে পোস্ট করেছি। সে লেখাগুলোতে অনেক ক্ষেত্রেই ছেলেমানুষি আবেগ চিত্রিত হয়েছে। আমি জানতাম এ লেখাগুলো আমাকে হালকা করছে, ব্যক্তিত্বহীন করছে__ তবু আমি নিজেই নিজের অবস্থান ধরে রাখিনি। অনেক বোদ্ধা কবি, দু এক পংক্তি পড়ে, নাক ছিটকেছে। তা স্বাভাবিক।

আমি কোনো একটা বিষয়কে বেছে নিয়ে কবিতা লিখতে চেয়েছিলাম। কিন্তু সারাদিনের ঘটিত ঘটনে বিচিত্র অনুষঙ্গ আমাকে তাড়া করতো। তাই যখন যাই মনে হয়েছে, তাই লিখেছি। কবি যা লেখেন তাই যে কবিতা নয়, তা তিনি ঠিকই জানেন, তবু তিনি লেখেন, কারণ লেখার তাড়না থেকে বাঁচতে পারেন না বলে। বলা যায় আমিও সেই তাড়নায় তাড়িত ছিলাম।

একজন কবি হবার জন্য শব্দ ছন্দ প্রকাশ ভাষা অলঙ্কার রস নিজের করে নিয়ে প্রকাশ করতে হয়, জানতাম। কিন্তু অর্থনৈতিক দুরাবস্থা আমার সে সাধ মেটাতে অক্ষম। পেটের জন্য প্রতিদিন কাজ করতে হয়, নিজের আলাদা জগত সৃজন করতে অধ্যয়ন করতে হয়। আমার কোনোটাই হয়ে উঠছে না। কবি হবো সে আশা ছেড়ে দিয়ে সন্তান চাষাবাদের কাজে নেমে পড়ি।

তবু মনে হয়, আমি তো বুঝি এ সবের মধ্যে থেকেই কিছু একটা করতে পারি। আমার শ্রদ্ধেয় শিক্ষকগণ সব সময় পরামর্শ দিয়েছেন যাতে নিয়মিত লিখি। তাই লিখছি। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকেই এই জন্য যে, আমার লেখাগুলোতে অশ্লীলতার অনুষঙ্গ ছিলো প্রবল। আমি নিজিই আমার চরম নিঃসঙ্গতা কাটাতে আদিম তথা শৃঙ্গার রসের আমাদানী করেছি বেশি।

অনেক সময় তা রসের ভাড়ে শিল্পগুণ ক্ষুণ্ন করেছে। । উদীয়মান কবিবৃন্দ অনেকসময় আমার নামটি দেখেই বাজে মন্তব্য করে বসেন, তা আমি জানি। তবে লেখাগুলো যতই হালকা হোক, যতই অশ্লীল হোক, সেখানে আমি সমকালীন জীবন, দুঃখ, হতাশা, মানুষের প্রেম, প্রেমের করাল থাবা এবং
রাজনীতির বিকলাঙ্গ রূপ চিত্রিত করেছি। ভাষা বিষয়ে সজাগ থাকার চেষ্টা করেছি।

তবু আমি ঘোষণা করছি যে, আসছে বছর থেকে আমি এই ছেলেমানুষি লেখা লিখবো না। সারাবছর কম লিখে একটি বইও যদি হয়, তাতেই সন্তুষ্ট থাকবো। প্রিয়বন্ধুগণ যারা আমার কবিতা ভালোবাসেন, লাইক করেন, মন্তব্য করে যাঁরা আমাকে প্রেরণা দিয়েছেন, তাদের প্রতি রইলো আমার বিনম্র শ্রদ্ধা। আসন্ন নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.