আমাদের কথা খুঁজে নিন

   

সম্মানিত ব্লগার বন্ধুগণ,একখান বিরাট কাম করি ফেল্লাম বই লিক্কা আলাইছি

গুরু সিরাজ সাঁই
বৈচিত্র্যময় দুনিয়ায় প্রত্যেকটি জাতির ঐতিহ্যগত অভ্যাসে ভিন্নতা লক্ষ্যণীয়, বিশেষ করে চীনা জাতির সাথে অন্যান্য জাতির এই পার্থক্য সুস্পষ্টভাবে বিদ্যমান. ২০১১ সালে চীনে আসার পর এই ২ বছরে চৈনিকদের দেখে আমার যেটা মনে হয়েছে বিচিত্র দুনিয়া,আজব মানুষ আর আচানক তাদের মন. চায়না লাইফ নিয়ে আমার অভিজ্ঞতাগুলো ফেসবুকে স্ট্যাটাস আকারে দিতাম; মূলত সেই স্ট্যাটাসগুলোর সংকলনই এই বই, অবশ্য কয়েকটি প্রবন্ধ লিখেছিলাম একটি অনলাইন পত্রিকার জন্য. নিজস্ব অভিজ্ঞতার পাশাপাশি এরকম অনেক তথ্যও উল্লেখ করেছি যেগুলো বন্ধু-বান্ধবের কাছে শোনা; তাই ভুল-ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং অনুগ্রহ করে ই-মেইলে সঠিক তথ্যটি জানাবেন. যারা চীনে নূতন আসবেন লেখাপড়ার উদ্দেশ্যে/ চাকুরী-ব্যবসা কিংবা বেড়াতে, বইটি পড়ে কিছুটা হলেও যদি উপকৃত হন এবং চীনে বসবাসরত প্রবাসীরা নষ্টালজিক হন তাহলেই আমার এই লেখালেখি স্বার্থক. অবসর সময়ে আপনারা বইটি পড়বেন এবং মন্তব্যের মাধ্যমে আমাকে লেখালেখি চালিয়ে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করবেন এটা মোর প্রাণের দাবি.আর আপনাদের গঠনমূলক সমালোচনা আমাকে সঠিক ট্র্যাকে থাকতে সাহায্য করবে. উৎসর্গ সমাজে এমন কিছু বোকা কিছিমের মানুষ আছে যারা ঘুণাক্ষরেও বুঝতে পারে না! তাদের হিয়ার মাঝে একজন বসত গেড়েছে. হয়ত এমন সময় টের পায় যখন তার হৃদয় দখলকারিণী অনেক দূরে চলে যায়. এই প্রকৃতির লোকগুলোর একটাই সমস্যা কোন কিছু হারিয়ে যাওয়ার আগে তার মূল্য অনুধাবন করতে পারে না, আর যথাসময়ে বুঝতে না পারার এই সীমাবদ্ধতার কারনে মরণের আগে জীবনের কোন না কোন এক সময় ভালভাবেই টের পায় মনো-মাঝে সৃষ্ট হওয়া শূন্যস্হান অন্য কারো দ্বারা পূরণ হওয়ার নয়. এদের জন্যই বোধহয় আইয়ুব বাচ্চুর মন ছুঁয়ে যাওয়া গান- ‘হারায়ে বুঝেছি, তুমি.. কি ছিলে আমার কি ছিলে আমার তুমি, বোঝানো না যায়’ বোকা কিছিমের মানুষগুলোর হারিয়ে যাওয়া প্রিয়জনের উদ্দ্যেশ্যে বইটি উৎসর্গ করছি. ডাউনলোড লিংক: পিডিএফ pdf version জিপ ফাইল 29.88 MB
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.