সামনের দিনগুলোতে দায়িত্বশীল সাংবাদিকতার ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার আবার ঘোষণা করেছে প্রথম আলো পরিবার। পঞ্চদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এক ঘরোয়া অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। দেশের শীর্ষ দৈনিক হিসেবে ‘প্রথম আলো’র অবস্থান ধরে রাখার পাশাপাশি একে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় জানানো হয়।
৪ নভেম্বর ‘প্রথম আলো’র প্রতিষ্ঠাবার্ষিকী হলেও হরতালের কারণে পিছিয়ে আজ পালন করা হয়।
‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান প্রতিষ্ঠানের সব বিভাগের কর্মীদের সম্মিলিত উদ্যোগের প্রশংসা করেন।
তিনি তাঁদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান, মিডিয়া স্টার লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লতিফুর রহমান এ সময় তাঁর প্রত্যাশার কথা তুলে ধরেন সবার কাছে। তিনি আশা প্রকাশ করেন, ‘প্রথম আলো’ দলমত-নির্বিশেষে দেশের স্বার্থে তার ভূমিকা অব্যাহত রাখবে।
‘ডেইলি স্টার’-এর সম্পাদক মাহফুজ আনাম ‘প্রথম আলো’র কর্মীদের বরাবরের মতো নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে ‘প্রথম আলো’র বিভিন্ন বিভাগের সেরা কর্মীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন ট্রান্সকম গ্রুপের পরিচালক আতিকুর রহমান, সাইফুর রহমান, ওবায়দুর রহমান, সিমিন হোসেন প্রমুখ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।