আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কি কখনই দায়িত্বশীল হব না ?

oracle.samu@googlemail.com

আমি-আপনি সকলেই আমরা অন্যের কাছ থেকে দায়িত্বশীল আচরন আশা করি। আশ করি সুশিল,সভ্য ও নম্র আচরন। আমরা যে যে শ্রেনী থেকেই উঠে আসি না কেন, অপরের কাছ থেকে এইটুকু পাবার অধিকার আমাদের সকলের এববং আমরা সবাই তা প্রত্তাশা ও করি। ব্রিটিশ শাসনামলে ইস্ট-ইন্ডিয়া কম্পানী উপমাহাদেশ শাসন করেছে তাদের বিখ্যাত 'ডিভাইড এন্ড রুল' নীতি প্রয়োগ করে। শুধুমাত্র ধর্মিয় বিভেদকে পুজি করেই হাজার মাইল দূরে থেকে ও ২০০ বছর নির্বিগ্নে শোষন করেছে কোটি কোটি মানুষকে।

অনৈক্য আর বিভেদ এতটাই প্রকোট ছিল যে সংখালঘু হওয়া সত্যেও এরা চরম প্রতাপে সংখ্যাগুরুদের শাসন করতে পেরেছে। ৪৭ এ ইস্ট-ইন্ডিয়া কম্পানী উপমাহাদেশ ছাড়লেও তাদের বিখ্যাত 'ডিভাইড এন্ড রুল' নীতি উপমাহাদেশে বটবৃক্ষের ন্যায় শিকড় গেড়ে আছে। ধর্মের সাথে যোগ হয়েছে অন্ধ দলীয় আনুগত্ব ও পরমত অসহিশ্নুতা। দেশ হিসেবে গত ৩৮ বছরে বাংলাদেশের সাফল্য কম নয় কিন্তু আমাদের এর চেয়ে ও বেশী কিছু করার সামর্থ ছিল। প্রায় একই সময়ে স্বাধীন মালয়শিয়া, কম্বডিয়া, লাউস, ভিয়েতনামের সাথে নিজেদের তুলনা করলেই মাথা নুয়ে আসে।

আমি ইতিহাসবিদ বা সমাজবিশারদ নাই, তবে আমার যা মনে হয় তা কোন ভাবেই আশাব্যান্জ্ঞক নয়। মুক্তিযুদ্ধের পর জাতি হিসেবে পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাওয়াই এর মূল কারন। আমাদের রাজনৈতিক দলগুল বেশ ভাল ভাবেই ব্রিটিশদের 'ডিভাইড এন্ড রুল' -এর মডিফাইড ভার্শন চালু করতে সক্ষম হয়েছে। এক দল মুক্তিযুদ্ধকে দলিয় প্রডাক্ট বানিয়ে বিরোধীদেরকে দেশদ্রহী আর পাকিস্তানী দালান বলছে। অপর পক্ষ ভারতের দালালদের কাছ থেকে দেশ বাচার ডাক দিয়ে গলা ফাটাচ্ছে।

অন্য পক্ষ ধর্মের আশ্রয়ে দেশ সেবার গান গাইছে, অথচ ৭১ -এর নরঘাতক গুলকে আগলে রেখেছে। মুখশ আলাদা হলেও এরা সবাই আবার নিজ স্বার্থে ঐক্যবদ্ধ। ক্ষমতা পাকা-পোক্ত করার জন্য যে কার সাথে এরা নিমিশেই গাটছাড়া বাধছে। আবার বলছে 'রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই'। একমাত্র নীতিহীনদেরই শেষ বলে কিছু থাকে না।

আর আমরা জনগন ও ছাগলের তিন নম্বর বাচ্চার মত এদের কথায় লাফাচ্ছি। যাকে চিনি না জানি না তাকে রাস্তায় পিটিয়ে লাশ বানাচ্ছি, অপরের দিকে বৃষ্টির মত ইট মেরে বলছি 'বাচলে গাজী মরলে শহীদ'। হ্যা আমরা অকাতরে ওহাদের কথায় শহীদ ও হচ্ছি। প্রবল মেধা-যুদ্ধ পার করে সুযোগ পাওয়া শ্রেষ্ঠ জাতিয় মেধাবিরা বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরুবার আগেই অস্ত্র হাতে সহপাঠির মাথা ফাটাতে উদ্ধত। আমরা ব্লগাররা হচ্ছি আরও উন্নত সংস্করন।

আমরা কীবোর্ড মাউস নিয়ে একে অপরের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি। শুধু মাত্র ভিন্ন মতাদর্শের কারনে কাউকে লেজ কাটা 'জামাত-শিবির' বলে আখ্যা দিচ্ছি। আথচ নিজের লেজটা ও যে কেটে অন্য কোন দলে জমা দিয়ে দিয়ে দিচ্ছি, সে ব্যাপারে বেমালুম-বেখবর। ওরা চায়না আমরা ঐক্যবদ্ধ থাকি, আমাদের সমস্যা সম্ভবনা নিয়ে আলোচনা করি, ঐক্যবদ্ধ ভাবে পথ চলি। আর আমরাও জ্ঞাত-অজ্ঞাত ভাবে ব্লগে ধিরে ধিরে সেই পুরন অন্ধকার পথেই পা বারাচ্ছি।

আমাদের সবার ধারনা ব্লগে শুধু নিজের মতামত প্রকাশ করাই শেষ কথা। কিন্তু এটা যে প্রত্যক্ষ-পরোক্ষ ভাবে অন্যকে প্রভাবিত করছে, সে ব্যাপারে আমরা কতটুকু সচেতন? যাকে চিনি না জানি না তাকে কি অবলিলায় কুকুর-বিড়ালের সাথে তুলনা করছি। শ্লিল-অসশ্লিল ভাষায় গালি দিচ্ছি, অন্যের ধর্মিয় বিশ্বাসকে উপহাস করে মজা লুটছি! আমাদের লেখা ও মন্তব্য যে আর ও অনেকেই পড়ছে, সে ব্যাপারে আমাদের কোন মাথা ব্যাথা নেই, এর আউটপুট যাই হোক নিশ্বই ভাল কিছু হবে না। আমরা যারা ব্লগার তারা যে সমাজের সুবিধা প্রপ্ত ও দেশ-সমাজ নিয়ে চিন্তাশীল জনগষ্ঠির প্রতিনিধিত্ব করছি তা ভুলে যাচ্ছি। আমাদের আচার-আচরন ও মত অন্যকে কমবেশি প্রভাবিত করছে, সুতরাং আমাদের মত প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়া একান্ত কাম্য।

ব্যাক্তি আপনি যে কোন দলের সমর্থক হতেই পারেন, তাই বলে অন্ধ দলীয় আনুগত্যের নিল্লজ্ব প্রদর্শনি, যুক্তিহিন পক্ষপাতিত্ব ও ভিন্ন মতের প্রতি সহিংশ আক্রমন কোন সুস্থ মানুষের কাজ নয় এবং ব্লগে তার প্রকাশ ঘটানও উচিত নয়। জানি অনেকেই তা মানেন না বা মানা উচিত বলে বিশ্বাস করেন না। আপনারা আমার কাছে, বিশ্ববিদ্যালয়ের সদাউদ্ধত, মারামারি রত কেডারদের মতই। মানষিক ভাবে একই শ্রেনীর পার্থক্য একটাই ওরা অস্ত্র হাতে কেম্পাসে আর আপনি সভ্য জগতের মুক্ত মাধ্যম 'ওয়েব' -এর সামনে বসে পড়েছেন কীবোর্ড-মাউস হাতে। কেডারদের রড,ছুরি, কাটা রাইফেল থেকে যেমন তার সহপাঠিরা মুক্ত নয় ঠিক তেমনি আপনার ভাষা ও আচরন থেকে ও আমরা মুক্ত নই।

আমরা সবাই, অপরের কাছ থেকে দায়িত্বশীল আচরন আশা করি কিন্তু আমরা নিজেরা কি দায়িত্বশীল আচরন করছি ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.