আমাদের কথা খুঁজে নিন

   

শিশু পার্কও হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানায়

চিড়িয়াখানার পশ্চিমের পাহাড়ের নিচে ‘শিশু আনন্দ’ নামে বিনোদন কেন্দ্রটি এ মাসের মাঝিমাঝি সময়ে উদ্বোধন হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
দোলনা, স্লাইডার, প্যাডেল চেয়ার, আপ ডাউন ফ্লিপসহ শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রকমের সাতটি সরঞ্জাম বসানো হচ্ছে সেখানে।
চিড়িয়াখানা পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ও চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমএএইচ হুময়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথম পর্যায়ে সাতটি সরঞ্জাম দিয়ে চালু করা হলেও ভবিষ্যতে তা আরো বাড়ানো হবে।
সব কাজ ঠিক সময়ে হলে আগামী ১৭ নভেম্বর এই কেন্দ্রের উদ্বোধন হবে জানান অতিরিক্ত জেলা প্রশাসক।  
অতিরিক্ত জেলা প্রশাসক জানান, এ বিনোদন কেন্দ্রটি তৈরি করতে ২ লাখ ৭০ হাজার টাকা ব্যয় হচ্ছে।


এর এক লাখ ২০ হাজার টাকা জোগাড় করা হয়েছে জেলা প্রশাসকের টিআর প্রকল্পের আওতায়। আর বাকি টাকা জোগাড় হচ্ছে বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে অনুদানের মাধ্যমে।   
১৯৮৯ সালে নগরীর পাহাড়তলী ফয়’স লেক এলাকায় ছয় একর জায়গা নিয়ে গড়ে উঠা এ চিড়িয়াখানা পরিচালনার দায়িত্বে রয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
দর্শনাথীদের দীর্ঘ দিনের অভিযোগ, পর্যাপ্ত উদ্যোগের অভাবে চট্টগ্রাম চিড়িয়াখানা শ্রীহীন হয়ে পড়ছে। এই চিড়িয়াখানায় বানর ছাড়া শিশুদের বিনোদনের তেমন কিছু নেই।

   
হুমায়ুন কবির বলেন,“আমাদের জানা মতে, চট্টগ্রাম চিড়িয়াখানা বাংলাদেশের একমাত্র লাভজনক চিড়িয়াখানা।
“দেশের অন্যান্য চিড়িয়াখানা সরকারের কাছ থেকে অনুদান পেলেও চট্টগ্রামেরটি দর্শনার্থী টিকিট বিক্রি ও মানুষের অনুদান থেকে পাওয়া অর্থ দিয়েই পরিচালিত হয়। ”
চিড়িয়াখানা উন্নয়নের জন্য নেয়া কিছু প্রকল্পের অংশ হিসেবে শিশু বিনোদন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে বলেও জানান তিনি।
চিড়িয়াখানায় বর্তমানে ৩৭ প্রজাতির প্রাণী থাকলেও বাঘ নেই। তবে রয়েছে দুটি সিহী।


চিড়িয়াখানার পূর্ণিমা ও চন্দ্র নামে দুটি বাঘ ছিল। ২০০৬ সালে চন্দ্র ও ২০১২ সালের অক্টোবরে পূর্ণিমা মারা যায়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.