আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....
অবহেলিত কবি,
তুমি জানতে সত্য প্রচারে শত বাঁধা;
তবু মিথ্যে হননে মানতে না কোন মানা।
অবহেলা, লাঞ্চনার শত আঘাত সয়ে;
সত্যের ধ্বজা লয়ে ছিলে খাড়া ভূয়ে।
কারাবন্দী কবি,
তুমি বুঝেছিলে মসির শক্তি অসির চেয়ে বেশী;
তাই বলেছিলে, এবার মসি দিয়ে কিছু খেলি।
“কারার ঐ লৌহ কপাট, ভেঙ্গে সব;
কররে লোপাট”- বলে ছেড়েছিলে রব।
মানবতাবাদী কবি;
তুমি ভুলনিতো, যদিও ভূলেছিল সব কবি;
দরিদ্র কাঙ্গালদের কাহিনী ধরেছিলে সব তুলি।
অন্যরা যখন মেতেছিল ইংরেজদের নিয়ে;
তুমি আদর করে এই নিপীড়িতদের নিলে তুলে।
দুখু মিয়া, তুমি
ভেবেছিলে আমাদের কথা, তাই
তোমার তরে শ্রদ্ধা নিবেদন করে যাই।
তুমিই আমাদের প্রাণের আপন;
তাই, এখন চোখের পানিতে তোমায় করিগো স্মরণ....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।