আমাদের কথা খুঁজে নিন

   

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিদ্রোহী কবি: আমাদের দুখু মিয়ার ১১১তম জন্মজয়ন্তী



১৮৯৯ সালের ২৪ মে (১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। চুরুলিয়া গ্রামটি আসানসোল মহকুমার জামুরিয়া থানায় অবস্থিত। পিতামহ কাজী আমিনউল্লাহর পুত্র কাজী ফকির আহমদের দ্বিতীয়া পত্নী জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান তিনি। তার বাবা ছিলেন স্থানীয় এক মসজিদের ইমা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি হলেও জাতীয় জীবনে উপেক্ষিত।

আজ নজরুল চচার বড় অভাব। পৃথিবীর সেরা অসম্পাদ্রায়িক কবিদের মধ্যে অন্যতম হলে ও এক সমাজের কবি হিসাবে দেথা হয়। এটা আমাদের জন্য দুঃখজনক। ক্ষুধা, দারিদ্রা ও নিরক্ষরতামুক্ত অসাম্প্রদাযিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার যে অঙ্গীকার আমরা করেছি, তার সফল রূপায়নের জন্য গণমানুষের মধ্যে উদ্দীপনা সৃষ্টিতে কবি নজরুল চিরদিন প্রেরণ যোগাবেন। "অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরন কান্ডারী! আজ দেখিব তোমার মাতৃমুক্তি পন।

হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোন জন? কান্ডারী! বল, ডুবিছে মানুষ, সন্তান মোর মার গিরি সংকট, ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ, পশ্চাৎ-পথ-যাত্রীর মনে সন্দেহ জাগে আজ! কান্ডারী! তুমি ভুলিবে কি পথ? ত্যজিবে কি পথ-মাঝ? করে হানাহানি, তবু চলো টানি, নিয়াছ যে মহাভার!" কবিকে আজ আমাদের জানা বড় প্রয়োজন: 1. কাজী নজরুল ইসলাম জন্ম ও মৃত্যু তারিখ কত? 2. বাল্যকালে তিনি কি নামে পরিচিতি ছিলেন? 3. কাজী নজরুল ইসলাম কি নামে খ্যাত? 4. কবি নজরুলের প্রথম রচনা কোনটি? 5. কবি নজরুলের প্রথম প্রকাশিত কবিতা কোনটি? 6. আবুল মনসুর আহমেদ এর কোন গ্রন্থে কাজী নজরুল ইসলাম ভুমিকা রচনা করেছেন? 7. কাজী নজরুল ইসলাম কোন কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন? 8. কাজী নজরুল ইসলামের কোন কবিতাটি পড়ে রবীন্দ্রনাথ বেশী মুগ্ধ হয়েছিল? 9. নজরুল ইসলামের কবিতা সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশ হয়? 10. ‘ধুমকেতু’ কাজী নজরুল ইসলামের কোন জাতীয় রচনা? 11. কাজী নজরুল ইসলামের বিখ্যাত ‘বিদ্রোহী’ কবিতা কত সালে প্রকাশিত হয়? 12. কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? 13. কাজী নজরুল ইসলাম অনুবাদ গ্রন্থের নাম কি? 14. এ পর্যন্ত কাজী নজরুল ইসলাম প্রকাশিত গ্রন্থের সংখ্যা কত? 15. বাংলা ভাষায় কে প্রথম ইসলামী গান ও গজল রচনা করেন? 16. কাজী নজরুল ইসলাম কবে ৪৯ নং বাঙালী পল্টনে যোগ দেন? 17. আদালতে প্রদত্ত কবি নজরুলের নাম কি? 18. ‘বিষের বাশি’ কাব্যগ্রন্থ কার নামে উৎসর্গ করেন? 19. কোন পত্রোপন্যাসের অনুসরণে বিদ্রোহী কবিতা রচনা করেন? 20. ‘চন্দ্রবিন্দ’ু কাজী নজরুল ইসলামের কোন ধরণের রচনা? উত্তরঃ 1. • জন্ম ২৫ মে, ১৮৯৯ সাল, (১১ জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দ), মৃত্যু ২৯ আগষ্ট, ১৯৭৬ সাল (১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ)। 2. • উঃ দুখু মিয়া। 3. • উঃ বিদ্রোহী কবি। 4. • উঃ বাউন্ডেলের আত্মকাহিনী। 5. • উঃ মুক্তি (১৩২৬ বাং)।

6. • উঃ আয়না। 7. • উঃ সঞ্চিতা। 8. • উঃ বিদ্রোহী। 9. • উঃ বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায়। 10. • উঃ প্রবন্ধ গ্রন্থ।

প্রকাশকাল-১৯৬০ সালে। 11. • উঃ ১৩৩৮ (১৯২১), কার্তিক সংখ্যা, মোসলেম ভারত পত্রিকায়। 12. • উঃ অগ্নিবীনা, প্রকাশকাল-১৯২২ সালে। 13. • উঃ রুবাইয়াৎ-ই-হাফিজ এবং রুবাইয়াৎ-ই-খৈয়াম। 14. • উঃ ৫১টি।

15. • উঃ কাজী নজরুল ইসলাম। 16. • উঃ ১৯১৭ সালে। 17. • উঃ রাজবন্দীর জবানবন্দি। 18. • উঃ মিসেস এম রহমান 19. • উঃ সাহসিকা। 20. • উঃ গল্প।

কবি জাগ্রত বিবেকের আহ্বানে জেগে উঠেছেন বারবার। বিদ্রোহ করেছেন শোষিত মানুষের পক্ষে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। সাম্রাজ্যবাদীদের কাছে নজরুল নিষিদ্ধ হলেও নজরুল মানুষের হৃদয়ের প্রবেশদ্বারে উন্মুক্ত।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.