আমাদের কথা খুঁজে নিন

   

জাতি হিসেবে আমার অনেক অকৃতজ্ঞ। দুখু মিয়া, আমাদের ক্ষমা করবেন!

সত্য সমাগত, মিথ্যা অপসৃত...............।

জাতি হিসেবে আমরা বাঙালীরা অনেক সহনশীল, সাহসী, প্রতিবাদী। সমস্যা একটাই- আমাদের জেলী ফিস মেমরী! কোন কিছুই বেশীদিন আমাদের মনে থাকে না! প্রমান পেলাম আজকেই। সামহ্যোয়ারইনব্লগে প্রতিটি বিশেষ দিনেই দেখি ঐ দিনসংশ্লিষ্ট অনেক অনেক পোষ্ট জমা হয়। মন্তব্যের পর মন্তব্যে ভরে ওঠে পোষ্টগুলো! কিন্তু, আজ কী হলো? কাজী নজরুল ইসলামের ১১০ তম জন্মবার্ষিকী আজ।

তিনি কোন একজন কবিযশোপ্রার্থী সাধারণ সাহিত্যিক নন বরং আমাদের স্বাধীনতাকামী সত্ত্বার সাথে মিশে যাওয়া একজন অনন্য মানুষ। জাতিগতভাবে আমাদের প্রতিটি সংগ্রামে, দ্রোহে তিনি আমাদের প্রেরণা। কুপমন্ডুকতা আর পশ্চাদপদতা বিরোধী মননে তিনি সবার প্রথম সারিতে ছিলেন। অত্যাচারীর সামনে মাথা নুইয়েছেন এমন নজির নেই! যতদিন কলমে জোর ছিল, মুখে ভাষা ছিল ততদিন তিনি আমাদের মুক্তির জন্য লড়ে গিয়েছেন। ভালবেসে আমরা তাঁকে দিয়েছি জাতীয় কবির সম্মান; আসলে তাঁকে তো সম্মান দিই নি, বরং নিজেদেরকে সম্মানিত করেছি।

আমি কাল ভাবছিলাম হয়তো আজ তাঁকে নিয়ে অনেক গুলো ভালো পোষ্ট পড়ব। অনেক নতুন কিছু জানবো। এর মধ্যে কোন একটা হয়তো ষ্টিকি হবে? কোথায় কী? এমন একটা দিনে হাতে গোনা দশটি ভালো পোষ্টও এলো না তাঁকে নিয়ে! মন্তব্যের অবস্থাও তথৈবচ! কাকে কি বলছি? আমি নিজেও তো সবগুলো পড়তে পারিনি! দিন শেষে বসে ভাবছি, আমরা কি এতটাই অকৃতজ্ঞ?! ৩৬৫ দিনে দুটো দিনও কি আমাদের প্রানের কবির জন্য আলাদা করে রাখতে পারিনি। নাকি 'আইলা' আসছে -এই ভয়ে লুকিয়েছি আপন আধারে? যাই হোক, ভালোলাগা কয়েকটি পোষ্টের লিঙ্ক দিলাম। পারলে পড়ে নেবেন! প্রথমেই, সবচেয়ে ভালোলাগাটি।

আজ নজরুলের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাইয়া বিজ্ঞাপন ... এছাড়াও অন্য যেগুলো পড়েছি। কুমিল্লায় নজরুলের অসংখ্য স্মৃতি অবহেলিত। সংরক্ষণ করা না হলে কালের গর্ভে হারিয়ে যাবে এগুলো ছোটদের নজরুল- দুখু মিয়া প্রিয় কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি: নিয়াজ মোহাম্মদ চৌধুরীর অনুষ্ঠান থেকে রেকর্ডকৃত কয়েকটি নজরুল সঙ্গীত "শুভ জন্মদিন" নজরুল তোমাকে এক বুক ভালবাসা তোরা সব জয়ধ্বনি কর সবশেষে, লজ্জার মাথা খেয়ে নিজের পোষ্টটা। 'যদি আর বাঁশী না বাজে' - কবি নজরুলের জীবনের শেষ অভিভাষণ প্রিয় কবি, আপনি মহান। আমাদের অক্ষমতাকে ক্ষমা করবেন!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.