দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার কেষ্ট
১৪ দল ও ১৮ দল’কে সংলাপের ব্যাপারে সমান উদ্যোগী হতে হব। সংলাপের আয়োজন তারা নিজেরা করবে বা দুই দল রাজি থাকলে মধ্যস্থকারী হিসাবে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এ দায়িত্ব দেওয়া যেতে পারে।
সাধারণ জনগণ হিসাবে সংলাপের ব্যাপারে আমার নির্বাচন পূর্ববর্তী সংলাপের রূপরেখা এমন:
রূপরেখা:
১. সংলাপ হতে হবে শর্তহীন।
২. সংলাপ হতে হবে গণতন্ত্রের কেন্দ্র জাতীয় সংসদে।
৩. সংলাপরে সময়ও নির্দিষ্ট থাকবে কারণ যাতে মূল বিষয়টির উপর আলোচনা হয়।
৪. সংলাপ বাংলাদশেরে সকল ইলেকট্রনিকমিডিয়ায় একযোগে প্রচারিত হতে হবে এবং প্রচার বাধ্যতামূলক করা কারণ জনগণ সরাসরি দেখবে , বুঝবে এবং নির্বাচনে মতামত প্রকাশের সুযোগ পাবে ।
৫. ১৪দল থেকে ২০জন , ১৮দল থেকে ২০জন এবং অন্যান্য দল থেকে ০২ জন করে উপস্থিত থাকবে যা নিজ নিজ দল নির্বাচন করবে ।
৬. পর্যবেক্ষক হিসাবে সুশীল সমাজ থেকে ১০জন উপস্থিত থাকবে এবং সকল সাধারণ জনগণ টিভির সামনরে দর্শক থাকব।
৭. মহামান্য রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসাবে সংলাপে উপস্থিত থাকবনে।
৮. মহান জাতীয় সংসদের স্পিকার মডারেটর হিসাবে দায়িত্ব পালন করবনে।
বিস্তারিত প্রয়োজন* র্শত সাপক্ষে।
ব্লগ'এ এই ব্যাপারে সবাইকে জোর প্রচারণা চালাতে হব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।