গ্রেগরিয়ান ক্যালেন্ডারের শেষ ঘরটি ছুঁতে এখনো বাকি প্রায় দেড় মাস। কিন্তু বন্ধুসভার ক্যালেন্ডারের শেষ ঘরটাতে লাল কালি পড়বে আজই! আগামীকাল বন্ধুসভার জন্মদিন। দীপ্ত পায়ে হেঁটে বন্ধুসভা পা দিচ্ছে ১৬ বছরে। প্রতিবছরের মতো এ বছরও বন্ধুরা যুক্ত ছিল দেশ গড়ার কাজে। গত এক বছরের বন্ধুসভার পাতায় চোখ বোলালে দেখা যায় বন্ধুসভার সেসব আলো ছড়ানো কাজের খবর।
আর পাতাজুড়ে প্রকাশিত ছবিগুলো কথা বলে বন্ধুদের নানা উদ্যোগের। বন্ধুরা তো এমনই।
বছর শুরু হয়েছিল উৎসব দিয়ে। বছরজুড়ে আয়োজন করা হয়েছে পাঁচটি বন্ধু উৎসব। আয়োজন করা হয়েছে জাতীয় বন্ধু সমাবেশের।
যার শুরু ১৫ নভেম্বর রংপুর বন্ধু উৎসব দিয়ে। ওই উৎসবে অংশ নেয় রংপুর অঞ্চলের ১৬টি বন্ধুসভা। রংপুর উৎসবের রেশ ধরেই অনুষ্ঠিত হয়েছে ঈশ্বরদী, বরিশাল ও চট্টগ্রাম বন্ধু উৎসব। আর সর্বশেষ ৭ নভেম্বর হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধু উৎসব। প্রাণের উৎসবে হাজির হয়ে বন্ধুরা দেশ গড়ার প্রত্যয়ে শপথ নিয়েছে।
আর দ্বিতীয়বার অনুষ্ঠিত হয় জাতীয় বন্ধু সমাবেশ। সারা দেশ থেকে এক হাজার ৭০০ বন্ধু হাজির হয়েছিল গাজীপুরে স্কাউট মাঠে। ২২ ও ২৩ ফেব্রুয়ারি। তাই বন্ধুসভার এই বছরকে উৎসবের বছর বলা যায়।
শুধু উৎসবেই মেতে থাকেনি বন্ধুরা, বিপর্যয়ে হাজির হয়েছে আক্রান্তের পাশে।
সাভারের রানা প্লাজা ধসের সময় এনাম মেডিকেল কলেজ বন্ধুসভা কাজ করেছে নিরন্তর। সে সময় মহানগরের বন্ধুরাও অংশ নেয় উদ্ধারকাজে। সেই মানবিক বিপর্যয়ে সহায়তা করতে ঢাকা বন্ধুসভার উদ্যোগে খোলা হয় কেন্দ্রীয় সহায়তা সেল। দিন-রাত কাজ করে গেছে শত শত বন্ধু।
শেষ ভাগে যুক্তির আলো ছড়ায় বন্ধুরা।
সারা দেশে অনুষ্ঠিত হয় বিতর্ক উৎসব। প্রথমে মহানগরের বন্ধুরা সফল করে ফার্ম ফ্রেশ-বন্ধুসভা বিতর্ক উৎসব। ‘যুক্তির ঝলকে, মঙ্গল আলোকে’ স্লোগানে এই বির্তক উৎসব হয় ১৩ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের পুরান ঢাকা, মিরপুর, ধানমন্ডি ও রামপুরা অঞ্চলে। তার সঙ্গে সারা দেশে শুরু হয় জাতীয় স্কুল বিতর্ক উৎসব। সবগুলো জেলার অংশগ্রহণে ৩২টি ভেন্যুতে অনুষ্ঠিত হয় পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উৎসব।
গত ৩০ সেপ্টেম্বর শুরু হওয়া এই উৎসবের আঞ্চলিক পর্ব শেষ হয়েছে ২ নভেম্বর। এখন অপেক্ষা জাতীয় প্রতিযোগিতা। এই উৎসব সফল করতে বন্ধুরা ছুটে গেছে প্রতিটি ভেন্যুর আওতায় পরা জেলার স্কুলগুলোতে। নিশ্চিত করেছে প্রতিষ্ঠানগুলোর উপস্থিতি। বিতর্ক চর্চার আন্দোলনে যা একটি নতুন দিগন্ত।
প্রতিবারের মতো এবারও সারা দেশে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা দিয়েছে বন্ধুরা। টেলিটক-প্রথম আলোর আয়োজনে সংবর্ধনা সফল করেছে। এসএসসিতে জিপিএ ৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার জন্য সারা দেশে ৬৫টি অনুষ্ঠান হয়। ২০ আগস্ট থেকে শুরু হয়ে ৫ অক্টোবর শেষ হয় এই বিশাল কর্মযজ্ঞের।
সব অন্ধকারে আলো ছড়াতে বন্ধুদের নিরন্তর পথ চলা।
এই পথ চলায় বন্ধুরা যুক্ত ছিল ভাষা প্রতিযোগ, গণিত উৎসব, মাদকবিরোধী আন্দোলসহ নানা আয়োজনে। তীব্র শীতে উম হয়ে পাশে দাঁড়িয়েছে শীতার্তদের। প্রতিবাদে সোচ্চার হয়েছে সব অশুভ কাজের বিরুদ্ধে। দেশব্যাপী বন্ধুসভার ৭০ হাজার বন্ধু। সবাই এক সুরে গেয়ে যায় মানবতার গান।
সবার লক্ষ্য এক। অর্জনে সুখানুভূতিও এক। সবাই অন্তঃপ্রাণ বন্ধু। বন্ধুসভার জন্মদিনে শপথ হোক নিজেকে শাণিত করার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।