নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি এবং হরতাল ডাকার পর শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের এই হরতাল।
অন্যান্য হরতালের মতো রোববার সকাল থেকেই রাজধানীর প্রতিটি মোড়ে সতর্ক অবস্থান নিয়ে আছে পুলিশ ও র্যাব।
হরতালের মধ্যে রাজধানীর সড়কগুলোতে রিকশা ও অটোরিকশা চলাচল করলেও গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম।
সকালে গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
হরতাল শুরুর আগেই ভোর ৫টার দিকে মিরপুর মাজার রোডে জুবায়ের পরিবহনের একটি বাসে আগুন দেয় হরতালকারীরা।
ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. ফরহাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকজন যুবক রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভায়।
বাসে আগুন দেয়ার সময় দুটি ককটেল ফাটানো হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।
লালবাগের ওসি নুরুল মত্তাকিন জানান, সকাল পৌনে ৭টার দিকে আজিমপুর সাদরা মসজিদ এলকায় জামায়াত-শিবির কর্মীরা মিছিল বের করে।
পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় শিবির কর্মীরা দুটি হাতবোমা ফাটায়। পুলিশ ঘটনাস্থল থেকে আরো দুটি হাতবোমা উদ্ধার করে বলে ওসি জানান।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করলেও ওসি তাদের পরিচয় জানাতে পারেননি।
সকাল সাড়ে ৬টার দিকে মহাখালীর মেট্রোপলিটন হাসপাতলের সামনে স্বেচ্ছাসেবক দলও হরতালের সমর্থনে মিছিল বের করে।
সেখানেও দুটি ককটেল ফাটানো হয়। বোমাবাজির খবর পাওয়া গেছে হাতিরঝিল এলাকাতেও।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।