আমাদের কথা খুঁজে নিন

   

টাইম মেশিন কি হবে কোনদিন???



বাচ্চার বয়স ২ বছর হয়ে গেল ২ দিন আগে। আমি বুড়ী হয়ে যাচ্ছি! মনটা কেন এখনো বাচ্চা বাচ্চাই রয়ে গেল! এখনো ইচ্ছা করে বন্ধু-বান্ধবিদের সাথে আড্ডা দেই আমার মাতৃভূমি গিয়ে। ইচ্ছে করে ভালবাসার মানুষটির হাত ধরে ঘুরে বেড়াই নদীর পাড়ে। কম বয়সে বিয়ে হল, কারো স্ত্রী হলাম, কারো মা হলাম,কেন জানি এই লাইফটা মানতে ইচ্ছে করেনা। ইচ্ছে করে টাইম মেশিনে করে ফিরে যাই আরও ৫ বছর আগে, জীবনের ভুলত্রুটিগুলো শুধরে নেই।

আচ্ছা, বিজ্ঞানের এতো উন্নতি হয়েছে, এতকিছু আবিষ্কার হচ্ছে, টাইম মেশিন বলে কি আসলেই কিছু নেই? নাকি একদিন সেটাও হবে, হয়ত হবে। কিন্তু সেদিন আমি আর থাকবনা এই পৃথিবীতে, আমার পরবর্তী প্রজন্ম তার স্বাদ নেবে, কিন্তু আমি না। একটাই জীবন। সে জীবনে না পারলাম ভাল সন্তান হতে, না পারলাম ভাল প্রেমিকা হতে, না পারলাম ভাল স্ত্রী হতে, না পারলাম ভাল মা হতে। বড় ইচ্ছে করে ভাল স্ত্রী হতে, ভাল একজন মা হতে।

হে মহান সৃষ্টিকর্তা, যদি আপনি মানুষকে কোনদিন টাইম মেশিন বানানোর ক্ষমতা দিয়ে থাকেন, তবে তা যেন আমার জীবদ্দশায়ই হয়, জীবনের এতো ব্যর্থতার ভার সইবো কি করে???

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.