জীবন একখান বাঁশবাগান। খালি বাঁশ আর বাঁশ। ফেসবুকে আমি: facebook.com/bamboo.baash জিমেইলে আমি: bashbamboo@gmail.com
মেয়ে : আমি মা হতে চলেছি,
মা : হারামজাদি, কোথায়
গেছিলি বংশের মুখ কালো করার
জন্য ? কার পাপ
পেটে করে নিয়ে আসছস?? পড়ালেখার
বয়সে কার সাথে আয়েস করে তোর
বাপের মুখ উজ্জ্বল করছস??
কার সাথে মাস্তি করে এই পাপ
ঘরে নিয়ে আসছস? বল তাড়াতাড়ি,
নইলে সিমেন্টের
সাথে দেয়ালে একেবারে প্যাকেট
করে রেখে দেব!
মেয়ে(কাঁদতে কাঁদতে) : স্কুলের
একটা নাটকে “মা”-এর অভিনয়
করতে চলেছি আমি।
একবার সরকারের নীতি নির্ধারকদের একটি দল জটিল সমস্যায় পড়লেন। সমস্যাটা লিঙ্গ নির্ধারন সংক্রান্ত।
তো তারা গেলেন খালেদা জিয়ার কাছে। ম্যাডাম, কাঁঠাল কোন লিঙ্গ? ম্যাডাম বললেন, এটা নির্ধারন
করা কোনো সমস্যা না। আমি আজকেই বাংলা একাডেমীর ডিজিকে বলে দিচ্ছি। তিনি জানিয়ে দিবেন।
কিন্তু দুইদিন গেল, ডিজি জানালেন
না।
তখন তারা গেল এরশাদের কাছে।
এরশাদের ঝটপট জবাব-আরে কাঁঠাল হল
পুং লিঙ্গ। কারণ কাঁঠালের
বিচি আছে।
এরপর পত্রিকার খবর বের হল-পুলিশ
একদল ছাত্রকে ডান্ডা দিয়ে বেধড়ক
পেটাচ্ছে।
আচ্ছা, পুলিশ কোন লিঙ্গ?
জানতে চাওয়া হল
প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে।
খালেদা বললেন, এটা স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ে খোঁজ নিতে হবে। সেই
খোঁজ আর আসে না দেখে এরশাদের
কাছে জানতে চাওয়া হয়। তিনি বললেন
যেহেতু পুলিশের ডান্ডা আছে তাই
পুলিশ পুংলিঙ্গ।
এরপর প্রশ্ন উঠে আইন কোন লিঙ্গ।
এবারও
যথারীতি খালেদা জিয়া ফেলটুস।
বলতে পারলেন না। অগত্যা আবার
কাবিল এরশাদের কাছে জিজ্ঞাসা।
তিনি ভেবেচিন্তে বললেন, আইনের
ফাঁক আছে, তাই আইন স্ত্রী লিঙ্গ।
একবার টারজান গাছের
ডালে ঝুলে ঝুলে যাচ্ছিল। হঠাৎ
তার পেন্টিটা একটা ডালে
বেধে খুলে গেলো।
তাই দেখে বনের
সব
প্রাণীরা হাসতে লাগলো। তখন
টারজান বানরকে বললঃ
হাসছো কেন….
বানর বললঃ “আমার জীবনে এই
প্রথম কোন প্রাণী দেখলাম যার
সামনে লেজ আছে”।
ছাত্রীঃ স্যার
দরজা জানালা বন্ধকরে দিন!
স্যারঃ কেন?
ছাত্রীঃ আপনাকে একটা গোপন জিনিস
দেখাব!!!
স্যারঃ সত্যি??? (অবাক হয়ে)
ছাত্রীঃ হ্যাঁ, আগে সবকিছু বন্ধ
করে দিন যাতে আলো না আশে !!
স্যারঃ তারপর?? আর?
ছাত্রীঃ আমার কাছে আসেন
স্যারঃ ওহ !! তারপর? আর
কি করবো বলো?
ছাত্রীঃ স্যার এবার দেখেন। আমার
ঘড়িতে লাইট জ্বলে !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।