আমাদের কথা খুঁজে নিন

   

যেভাবে তোমরা আমাদের ভোগের পর ছুড়ে ফেলে দাও....................

জামাত-শিবির দূরে গিয়া মর! সামান্য আলো। চারপাশ থেকে যেন ঠান্ডা আমার দিকেই আসছে। ভীষন ঠান্ডা এখানে। আমি জমে যাচ্ছি। আজব অনুভুতি।

হঠাৎ তুমি দরজা খুললে। আমি দম বন্ধ করে তোমার চোখের দিকে তাকালাম। তোমার চোখে এলেমেলো দৃষ্টি। হঠাৎ সেটা থেমে গেল আমার দিকে। আমি শিহরিত হলাম, আরেকবার।

তোমার হাত দিয়ে আমার কোমড় জড়িয়ে ধরলে। টেনে নিয়ে ছোট্ট টি-টেবিলে বসালে। আমি এই শীতের ভেতরও ঘামছি। উত্তেজনায় না আতংকে। তুমি লালসা ভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়েই আছো।

এ দৃষ্টি প্রেমের নয়, ভালবাসার নয়; এ দৃষ্টির সাথে আগেই পরিচয় আছে। আমার মত অনেককেই এ দৃষ্টির শিকার হয়েছে, হচ্ছে, প্রতিদিন, প্রতিনিয়ত। এ দৃষ্টি যে শুধুই ভোগের দৃষ্টি, লালসার দৃষ্টি। তুমি আবার আমার কোমড় জড়িয়ে ধরলে। একটানে উচু করে ফেললে আমায়।

আমার উপরের আবরন খুলে ফেললে। শিহরনে শিহরনে উতলে উঠছি আমি। তুমি আমার নগ্ন ঔষ্ঠে তোমার কামাতুর ভেজা দুই ঠোট ছোয়ালে, চুমুতে চুমুতে নিঃশেষ করে দিচ্ছ আমায়। আমি ভেতর থেকে শূন্য হয়ে যাচ্ছি। তুমি আমাকে ভোগ করে ফেললে।

শেষ করে দিলে আমায়। আমার সর্বস্ব কেড়ে নিয়ে ছুড়ে ফেললে আমায়, আর সবার মত। তোমরা সবাই আমার মত অনেককেই ভোগ করে এভাবেই ছুড়ে ফেলে দাও, কারন তখন আমরা মূল্যহীন হয়ে যাই। তোমরা ভোগের পৈশাচিক অনুভূতি নিয়ে আনন্দ কর। অটঃ ইহা একটা কোল্ড ড্রিংকস এর আত্মকাহিনী।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.