আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন চলছে দেশ জুড়ে। যোগ দিতে ভুলবেন না। ঢাকার মূল কর্মসূচি কাল, ১১/০১/২০১৩, জেনে নিন ঢাকা সহ আর কোথায় এবং কখন হচ্ছে বাকি কর্মসূচিগুলো।

যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। '' ধর্ষকদের জন্য একটাই আইন চাই , ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই । যাবজ্জীবন কিংবা জরিমানা নয় ।

কোন প্রকার ক্ষমা / বিশেষ ক্ষমা / সাধারণ ক্ষমা নয় । '' এই দাবিতে সমগ্র দেশ জেগে উঠেছে, আপনারও সময় হলো, দেশের জন্যে কিছু করার। কর্মসূচিগুলোতে যে যেভাবে পারেন যোগ দিন, আর আমাদের বোনদের জন্যে জোরালো কন্ঠে আওয়াজ তুলুন। I) কাল ঢাকার মূল ইভেন্টটি হচ্ছে "আমরা বাঁচতে চাই" টিম এর পৃষ্ঠপোষকতায়। স্থান: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ গেট, মানিক মিয়া এভিনিউ, ঢাকা।

সময়: সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত, তারিখ: ১১ জানুয়ারী ২০১৩। ফোন: ০১৬৭৬৮৭৫৩২৫, ০১৭১৪৭৩৭৪৯৯, ০১৬৭৩৫৬১৭১৭, ০১৭৩২০৫৯০১০. আপনার সতস্ফুর্ত উপস্থিতি একান্ত কাম্য। ফেসবুক ইভেন্ট। II) ধর্ষকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন: আলোর মিছিল স্থানঃ ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছবির হাট তারিখঃ ১১ই জানুয়ারী, ২০১৩ সময়ঃ বিকাল সাড়ে ৫ টা। মোবাইল: ০১৭৫৫৩০৬০২১ (আমিনুর রহমান), ০১৭৭৬৪৫১৪৫৮ (অভি), ০১৭৭৩৩৯৮৯২০ (মুমিন) আপনার সতস্ফুর্ত উপস্থিতি একান্ত কাম্য।

ফেসবুক ইভেন্ট। *ঢাকার যেকোনো ইভেন্ট নিয়ে জানতে, অংশগ্রহন করতে বা আলোচনা করতে যোগাযোগ করুন :০১৭৫৫৩০৬০২১ (আমিনুর রহমান) III) চট্টগ্রাম : ব্লগারস চিটাগং আয়োজিত আলোর মিছিল স্থান: চট্টগ্রাম কেন্দ্রিয় শহীদ মিনার তারিখ: ১১ই জানুয়ারি (শুক্রবার) সময়: বিকাল ৫.০০ টা। যোগাযোগঃ ০১৮৩৯-১৪৭৬৪৬ (শোভন) ও ০১৭৩৮-২২২২৩৮ (হেলাল) আপনার সতস্ফুর্ত উপস্থিতি একান্ত কাম্য। IV) সিলেটঃ ধর্ষণ সহ সকল ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আলোর মিছিল । স্থানঃ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কোর্ট পয়েন্ট বন্দর পর্যন্ত তারিখঃ ১১/০১/২০১৩ সময়ঃ বিকাল ৪:৩০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ।

মোবাইল: দলছুট শুভ ০১৭১০২৬৩৮৫৫ ও সাকিন উল আলম ইভান ০১৭৩৭৩০১৯৮৯ আপনার সতস্ফুর্ত উপস্থিতি একান্ত কাম্য। ফেসবুক ইভেন্ট। V) রাজশাহী: আলোর মিছিল, ধর্ষকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন । স্থানঃ জিরো পয়েন্ট রাজশাহী তারিখঃ ১১ই জানুয়ারী, ২০১৩ সময়ঃ বিকাল সাড়ে ৫ টা ( মাগরিবের নামাজের পর ) মোবাইল: রিংকূ ০১৭৬৪০০০৫৪৩, মুশাসি ০১৭৪১০৭৬৭৮১, ভুলো মন ০১৭১৭৮৮৮৫৭১। আপনার সতস্ফুর্ত উপস্থিতি একান্ত কাম্য।

VI) বরিশালঃ ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন স্থান: অশ্বিনী কুমার টাউন হলের সামনে । তারিখ: ১২ জানুয়ারী ২০১৩ যোগাযোগ করুন:: ০১৯১৮০৫০৫৮০(একজন আরমান) , ০১৭২৩৩৮৮৫৭১(নেবুলা মোরশেদ), ০১৭৫২-৭৪৩৮৫১(রাতুল মাহফুজ), ০১৭৪০-৯৭৪৪৫৬(মেহেদী হাসান খাঁন), ০১৭১২-৭৯৫০২৪(মিটুল আহমেদ) আপনার সতস্ফুর্ত উপস্থিতি একান্ত কাম্য। ফেসবুক ইভেন্ট। VII) দিনাজপুরঃ দিনাজপুরে আমরা আগামী ১০ তারিখে মানববন্ধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। কিন্তু একই দিনে সেই যায়গায় অন্য সংগঠনের কর্মসূচী থাকায় বাধ্য হয়ে আমাদের কার্যক্রম পেছাতে হচ্ছে।

মানববন্ধনের জন্য সঠিক দিন ঠিক করে আবার আপনাদের জানিয়ে দেবো। স্থানঃ দিনাজপুর প্রেস ক্লাব সময়ঃ দুপুর ১২ টা থেকে ১ টা। তারিখ:পরবর্তিতে ঘোষণা করা হবে। মোবাইল: ০১৭৩৭১৬২১৬৮ (মুয়ীদ আল-মামুন চৌধুরী), ০১৮৪৩৭৯২৫২৩ (রায়ান ঋদ্ধ) কার্যক্রমঃ যারা অংশগ্রহণ করবে তাদের নিজেদের বানানো প্ল্যাকার্ড, গণস্বাক্ষর, এবং সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা ও অংশগ্রহণকারীদের লেখা সচেতনতা মূলক রচনা পাঠ। আপনার সতস্ফুর্ত উপস্থিতি একান্ত কাম্য।

আজকেও একটি ধর্ষণের ঘটনা ঘটে গেল, একটি শিশুর জীবনে নেমে এলো অন্ধকার! আর কত চুপ করে থাকা যায়? রংপুর, সিলেট, রাজশাহী, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন জায়গায় ইতোমধ্যেই শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালিত হয়েছে, হচ্ছে। কাল ও পরশু আসন্ন ইভেন্টে যোগ দিয়ে আন্দোলন সফল করতে এগিয়ে আসুন। আর নয় ঘরে বসে ধর্ষণের খবর শোনা!! প্রতিনিয়ত এমন নরপিশাচের বিষনিশ্বাসের ফলে দেশের বাতাস হয়ে পড়েছে বিষাক্ত। ধর্ষনকে রুখে দেবার এখনি সময়! আরো জানতে দেখুন: টেকনাফ থেকে তেতুলিয়া,নরপশুদের নিঃশ্বাসে বিষাক্ত সমগ্র বাংলাদেশ,বাঙালী প্রতিবাদী হও । নির্দ্বিধায় যোগাযোগ করুন পোস্টে দেয়া মোবাইল নাম্বারগুলোতে।

এছাড়াও জানতে চাইলে কল করুন ব্লগার আমিনুর রহমান ভাইকে(০১৭৫৫৩০৬০২১) আওয়াজ তুলুন: ''ধর্ষকদের জন্য একটাই আইন চাই , ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই । যাবজ্জীবন কিংবা জরিমানা নয় । কোন প্রকার ক্ষমা / বিশেষ ক্ষমা / সাধারণ ক্ষমা নয়। '' ___________________________________________________  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.