আমাদের কথা খুঁজে নিন

   

এ যুগের জমিদার আমলা

রাজপথে রাজা, আর ফুটপাথে আমি; যাব ঠিক একই খানে, জানি আমি জানি।

একদিকে যখন সকল মান/ইজ্জত হারিয়ে রাজনীতিবিদেরা জনগণের সামনে অপদস্থ হয়। তখনও কিন্তু আমলাদের সম্মানে এতটুকু ঘাটতি পরে না। ব্রিটিশ আমল থেকে আমলারা জমিদারের মর্যাদা ভোগ করে আসছে। জনগণের বিভিন্ন প্রয়োজনে রাজনীতিবিদেরা অনেক সময়ই তাদের দায় বন্ধটা এড়াতে পারেন না, তাই দেখা যায় সাধারণ মানুষের বিভিন্ন বিপদে আপনে যেমন কেও অসুস্থ বা কোন দরিদ্র মানুষের মেয়ের বিয়ের সময় বা শিক্ষার্থীর পরীক্ষার ফি দেবার সময় রাজনীতিবিদেরা তাদের অর্থ বা সময় দিয়ে এইসব সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন।

অপরদিকে বেশির ভাগ সময় সাধারণের প্রতি আমলাদের নূন্যতম দায়বদ্ধতা থাকে না। আবার রাজনীতিবিদেরা যে সকল অপকর্ম করে সেগুলোর মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করে আমলারই। অনেক সময় তারাই রাজনীতিবিদদের আইনের দুর্বলতার দিক গুলো দেখিয়ে দিয়ে দুর্নীতি করতে অভয় দেন। তবে এক্ষেত্রে দালালী করতে গিয়ে ধরা পরলেও তারা গাইড হিসাবেই মূল্যায়িত হন। তবে শত রকমের লোভনীয় প্রলোভনের হাতছানি উপেক্ষা করেও বেশ কিছু সরকারী কর্মকর্তা সততা ও কর্ম পরায়নতার নিদর্শন রেখে যাচ্ছেন।

তবে, এ ধরনের আমলারাই কর্মক্ষেত্রে সগোত্রীয় এবং ক্ষমতাসীন রাজনীতিবিদদের দ্বারা বেশি বাধার সম্মুখীন হয়ে থাকেন। আবার আমলাদের দায়িত্বের অবস্থানের সাথে তাদের বেতন কাঠামো কখনই গ্রহণ যোগ্য নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।