আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামী লীগের মনোনয়ন শোডাউন

উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়ার কাজ। বিরোধী দলের ডাকা ৮৪ ঘণ্টার হরতালের প্রথম দিনে রাজধানীতে বাদক দল, ঘোড়ার গাড়ি, ঢাকঢোল নিয়ে বাদ্য বাজিয়ে ভ্যানগাড়িতে নৌকা নিয়ে মনোনয়নপ্রত্যাশীরা দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন।

গতকাল সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। প্রথম ফরমটি কেনা হয় দলীয় সভানেত্রী শেখ হাসিনার জন্য। শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ-৩ আসনের জন্য ফরম কেনেন সৈয়দ আশরাফ ও দলের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ। এরপর দলের দ্বিতীয় ফরমটি কেনেন সৈয়দ আশরাফ স্বয়ং কিশোরগঞ্জ-১ আসনের বিপরীতে। তৃতীয় ফরমটি কেনেন দলের প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরী। আর চতুর্থটি কেনা হয় সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের নামে।

মনোনয়ন বিক্রি প্রক্রিয়ার প্রথম দিন দলের ৬৭৮ প্রার্থী মনোনয়ন কিনেছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ২১৫, রংপুরে ৮০, রাজশাহীতে ৭৫, খুলনাতে ৯৫, চট্টগ্রামে ১০৩, বরিশালে ৫৮, সিলেটে ৫২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। গতকালই মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলে। এই ৬৭৮ জনের মনোনয়ন বিক্রিতে ১ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা জমা হয়েছে বলে জানিয়েছেন দলের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস। দলীয় ফরম বিতরণের উদ্বোধন করে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, আগামী ১৬ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। তবে প্রয়োজনে সময় বাড়ানো হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছায়েমুল ইসলাম শামীম জানান, আজ সকাল ১০টায় রংপুর-৬ (পীরগঞ্জ) আসন থেকে দলীয় সভানেত্রীর নামে আরেকটি ফরম কেনা হবে। শত শত সমর্থকের হাতে নেতার ছবি সংবলিত পোস্টার নিয়ে মিছিল সহকারে দলীয় কার্যালয়ের সামনে আসেন তারা। নৌকাসদৃশ প্যান্ডেল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় নেতা-কর্মীদের ভিড়ে। বিশেষ করে ঢাকার মনোনয়নপ্রত্যাশীরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে আসতে থাকেন। হরতাল উপেক্ষা করে বাস, পিকআপ ভরে সমর্থকদের নিয়ে আসেন কয়েকজন বর্তমান সংসদ সদস্য।

ফরম কিনেছেন যারা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ছাড়াও গতকাল বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী ফরম কিনেছেন। তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, বিমানমন্ত্রী কর্নেল অব. ফারুক খান, ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস, আসাদুজ্জামান নূর, পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, সংসদ সদস্য সুবিদ আলী ভুঁইয়া প্রমুখ। অন্যান্য আগ্রহী প্রার্থীদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম উকিল, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ, আসমা জেরিন ঝুমু, যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, যুবলীগ উত্তরের সভাপতি মাইনুল হাসান খান নিখিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা আবদুল হান্নান খান, প্রসিকিউটর নুরজাহান বেগম মুক্তা, কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সহ-সভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ হাওলাদার, যুবলীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান মোহন, রানু আক্তার, ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, মো. ওসমান গনি তালুকদার, বরিশাল বিভাগে আইনজীবী স ম রেজাউল করিম, ইদ্রিস আহমেদ, ঝালকাঠি-২ আওয়ামী লীগের সহ-সম্পাদক মনিরুজ্জামান মনির, চট্টগ্রাম বিভাগে র আ ম ওবায়দুল মুক্তাদির, ফরিদুন্নাহার লাইলী, আ জ ম নাসির, নুরুল ইসলাম বিএসসি, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, সিলেট বিভাগে এম এ মান্নান, শাহাবউদ্দিন, আজিজুস সামাদ ডন, খুলনা বিভাগে ননীগোপাল, বীরেন শিকদার, পঞ্চানন বিশ্বাস, রাজশাহী বিভাগে আবদুল লতিফ বিশ্বাস, জুনাইদ আহমেদ পলক, শাহীন মনোয়ারা হক, এনামুল হক, রংপুর বিভাগে এইচ মাহমুদ আলী, সতীশ চন্দ্র রায়, ফজলে রাব্বী মিয়া, মো. নাসিমুল ইসলাম লিটন প্রমুখ। পুরো কার্যক্রম তদারকি করছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

সব দলকে নির্বাচনী প্রক্রিয়া শুরুর আহ্বান সৈয়দ আশরাফের

এলজিআরডি মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচনী প্রক্রিয়া শুরুর জন্য সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 'মধ্য জানুয়ারিতে দেশে নতুন সরকার দায়িত্ব নেবে। আশা করি, সে লক্ষ্যে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী প্রক্রিয়া দ্রুত শুরু করবে এবং দেশের অগ্রযাত্রায় নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্রকে আরও সুদৃঢ় করবে।' রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল সকালে মনোনয়ন ফরম বিক্রি শুরুর উদ্বোধন করে তিনি এ কথা বলেন। সৈয়দ আশরাফ ও দলের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ গোপালগঞ্জ-৩ আসনের জন্য শেখ হাসিনার নামে আবেদন ফরম কেনেন। ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা। দলের কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় সাত বিভাগের জন্য সাতটি বুথ থেকে এ ফরম বিতরণ ও জমা নেওয়া হচ্ছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.