সিলেটের কোম্পানীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ ও গুলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। গতকাল সন্ধ্যায় আধিপত্য বিস্তার নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া ও আওয়ামী লীগ কর্মী আবদুল আলীর পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন, আবদুল আলীর পক্ষের হরমুজ আলী (৬০) এবং আফতাব আলী কালা মিয়ার পক্ষের রুহুল আমিন (৩০)। কোম্পানীগঞ্জ থানার ওসি সালেহ উদ্দিন জানান, আধিপত্য বিস্তার নিয়ে বিকাল ৫টার দিকে কোম্পানীগঞ্জ বিবদমান দু'পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ঘটনাস্থলেই মারা গেছেন দুই জন। এর মধ্যে একজন ধারালো অস্ত্রের আঘাতে ও একজন গুলিবিদ্ধ হয়ে । এছাড়া ২০-২৫ জন আহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। উদ্ভূত পরিস্থিতিতে কোম্পানীগঞ্জ গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
স্থানীয়রা জানান, আফতাব আলী কালা মিয়া ও আবদুল আলী পরস্পরের আত্মীয়। এক সময় তাদের মধ্যে বেশ সখ্য থাকলেও বর্তমানে ভোলাগঞ্জ পাথর কোয়ারীতে পাথর ব্যবসা ও এলাকার প্রভাব বিস্তার নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম খানসহ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।