আমাদের কথা খুঁজে নিন

   

গঠনতন্ত্র লঙ্ঘন করে সিলেটে ছাত্রলীগের বরú

ব্যবসায়ী, চিকিৎসক, পেশাজীবী ও বিবাহিতদের দিয়ে পুনর্গঠন করা হলো সিলেট মহানগর ছাত্রলীগের কমিটি। সেই সঙ্গে ৬৮ জনকে যুক্ত করে কমিটি বর্ধিত করা হয়েছে। গঠনতন্ত্র লঙ্ঘন ও নেতা-কর্মীদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। জানা যায়, ২০১১ সালের ৯ জুলাই ১০১ সদস্যের সিলেট মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পায়। ইতোমধ্যে মেয়াদোর্ত্তীণ হলেও নতুন কমিটি গঠন বা কাউন্সিলের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উপরন্তু কমিটিতে সহ-সভাপতি পদে ১৩, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২, সাংগঠনিক সম্পাদক পদে ২, বিভিন্ন সম্পাদকীয় পদে ৮, উপ-সম্পাদকীয় পদে ৮, সহ-সম্পাদক পদে ৪ ও সদস্য পদে ৩১ জনকে যুক্ত করা হয়েছে। গঠনতন্ত্র লঙ্ঘন করে আরও ৬৮ জনকে অন্তর্ভুক্ত করায় কমিটির পরিধি দাঁড়িয়েছে ১৬৯ সদস্যে। যদিও ছাত্রলীগের গঠনতন্ত্রে মহানগর কমিটি ১২১ সদস্যের মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়টি উল্লেখ রয়েছে। সূত্র আরও জানায়, নতুন করে কমিটিতে অন্তর্ভুক্তদের অনেকেই পেশাজীবী, অছাত্র ও বিবাহিত। রাজনৈতিক ও সামাজিকভাবে বিতর্কিত অনেকেই বর্ধিত কমিটিতে ঠাঁই পেয়েছেন। ২০ আগস্ট কেন্দ্র থেকে বর্ধিত কমিটি অনুমোদন পেলেও নেতা-কর্মীদের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটার আশঙ্কায় এ সংবাদ গণমাধ্যমে দেওয়া হয়নি। বর্ধিত কমিটি প্রসঙ্গে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার বলেন, দলের বিদ্রোহ দমাতে ও নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রাখতে কমিটি বর্ধিত করা হয়েছে। গঠনতন্ত্রে উলি্লখিত সংখ্যার চেয়ে বেশি সদস্যের কমিটি গঠনের কথা স্বীকার করে তিনি বলেন, কেন্দ্র থেকে অনুমোদন দেওয়া হয়েছে। নতুন অন্তর্ভুক্তদের মাঝে কয়েকজন অছাত্র ও পেশাজীবী থাকার কথা স্বীকার করেন তিনি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.