আমাদের কথা খুঁজে নিন

   

সামাজিক প্রচারে বিষণ্ন মুখ!

আন্তর্জাতিক সহায়তা সংস্থা অক্সফাম গত বছরের শেষ দিকে তাদের প্রচার কার্যক্রমের কৌশলে নাটকীয় পরিবর্তন আনে। আফ্রিকায় ক্ষুধাবিরোধী প্রচারাভিযানে ব্যবহূত অনাহারী শিশুদের বিষণ্ন ছবির পরিবর্তে মহাদেশটির প্রাকৃতিক বৈচিত্র্যের চমৎকার সব ছবি ব্যবহার করা হয়। কিন্তু সামাজিক প্রচারে এসব সুন্দর দৃশ্যাবলি কতটা কার্যকর সাফল্য এনে দিতে পারে? সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীতে প্রকাশিত নতুন এক গবেষণায় বলা হচ্ছে, মানুষের মুখের ছবি তা যে অভিব্যক্তিই হোক—প্রচারে বেশি কার্যকর হয়।
কানাডা ও দক্ষিণ কোরিয়ার একদল গবেষক বলছেন, অন্যান্য ছবির তুলনায় মানুষের মুখ বা সাদৃশ্যপূর্ণ আদলের ছবি প্রচারে সাফল্য এনে দিতে পারে। টরোন্টে স্কারবরো বিশ্ববিদ্যালয়ের বিপণন বিভাগের শিক্ষক পঙ্কজ আগারওয়াল বলেন, সত্ত্বার একটি অংশ অপরাধবোধে আক্রান্ত হলে সেটি প্রতিরোধের জন্য মানুষ কিছু একটা করতে চান। পপুলার সায়েন্স।

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.