মনের না বলা কথা বলতে চাই
হঠাৎ আলোর ঝলকানি
হৃদয়ের কৃষ্ণগহ্বর অবধি আলোকিত করে ।
নিমিষেই নিঃশেষ নিয়তির নির্মম নিরাশার আধার।
জোনাকির আলো যেন
পরিনত হয় যৌবনের আলোয়,একটি দুপুরে ।
পাড়ি দেওয়া সাহারা মরুভূমি,কভু হিমালয় ।
অবেলা ?
হ্যাঁ,অবেলা ।
তবু,শিহরণ জাগে
হৃদয়ের অষ্ট কোঠরে,অষ্ট দিনে অষ্ট বেলা।
ঘুম জড়ানো আলতো কণ্ঠের স্পর্শে স্বাগতম
সুপ্রভাত হতে রোদেলা তপ্ত দুপুর,
খোলা চুলে খোলা জানালায় বিষণ্ণ বিকেল।
অথবা জানালার ফাক দিয়ে বৃষ্টি ছোঁয়া
একটি বর্ষা,একটি শরৎ ।
তবু যেন ইশারা দিয়ে যায়,
দূর হতে দূর নীলিমায়
শুভ্র শালিক,এলোমেলো কিছু শব্দ।
স্মৃতির মিনারে সাজানো
এক একটি গোলাপ,এক একটি কণ্টক;
একটি স্পর্শ,একটি স্বপ্নের মৃত্য;
একটা ডানামেলা পাখি,কোন তীরন্দাজ ।
বহুমাত্রিক আলোয় আলোকিত আমার ত্রিমাত্রিক মিনার,
হৃদয় প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় ক্ষণিক ক্ষণিক ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।