ছাত্র
আজ শফিক রেহমানের ৭৯-তম জন্মবার্ষিকী। হ্যাপি বার্থ ডে মি. শফিক রেহমান।
বাংলাদেশে ভালোবাসা দিবসের রূপকার শফিক রেহমান। ১৯৯৩ সালে তিনি প্রথম বাংলাদেশে ভালোবাসা দিনের প্রচলন শুরু করেন। বাংলাদেশে তিনি অনেক নতুন নতুন আইডিয়া নিয়ে এসেছেন।
অনেকেই বলেন, শফিক রেহমানই বাংলাদেশের মানুষকে নিরপেক্ষতা শিখিয়েছেন। কিন্তু তিনিই আবার নিরপেক্ষতা ভেঙে একটি দলের জন্য কাজ করছেন। তবে এক্ষেত্রে বলা যায় তিনি অন্যদের মতো নিরপেক্ষতার ভান করে ভন্ডামি করেননি।
তিনি যেই যায়যায়দিন দিয়ে বাংলাদেশে ভালোবাসা দিনের প্রচলন শুরু করেছিলেন, সেই যায়যায়দিন তিনি হারিয়েছিলেন মইন-ফখরুদ্দিনের সময় নেড়ি কুকুরের ইন্টারভিউ লিখে।
আজ তার জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।