ইংরেজি নববর্ষের দিন উত্তরপূর্ব ব্রাজিলের একটি কারাগারে ঘটেছে এক মজার ঘটনা। একটি বিড়াল মোবাইল ফোন, করাত ও ছোট ড্রিল মেশিন নিয়ে নিঃশব্দে কারাগারে ঢোকার সময় তাকে হাতেনাতে ধরেছে কারারক্ষীরা। বেচারা বিড়ালকে আটকেও রাখা হয়েছিল কিছুক্ষণের জন্য। রক্ষীরা কারাগারের মূল গেটের কাছে একটি সাদা বিড়ালকে সারা গায়ে এলোমেলোভাবে টেপ প্যাঁচানো দেকে বিস্মিত হন। আরও কাছে গিয়ে তারা যা দেখলেন, তাতে তাদের চোখ কপালে ওঠার জোগাড়।
বিড়ালটির গায়ে টেপের সঙ্গে প্যাঁচানো একটি মোবাইল, একটি করাত, ছোট ড্রিল মেশিন, একটি এয়ারফোন, একটি মেমোরি কার্ড, কয়েকটি ব্যাটারি ও ফোনের চার্জার উদ্ধার করেন তারা। স্থানীয় পুলিশ মূল ঘটনা জানতে তদন্তে নেমে পড়েছেন। এ ঘটনায় ওই কারাগারের ২৬৩ জন বন্দিকেই সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে কারা কর্তৃপক্ষ। জেল থেকে পালানো ও বাইরে সাহায্য চেয়ে যোগাযোগ করার জন্য জন্য তারা ফন্দি এঁটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই।
কারাগারের এক মুখপাত্র বলেছেন, যেহেতু বিড়াল কথা বলতে জানে না তাই প্রকৃতপক্ষে কে দায়ী তা বের করাটা বেশ কঠিন। অবশ্য বিড়ালটিকে কিছুক্ষণ আটকে রাখার পর চিকিৎসার জন্য তাকে পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।