আমাদের কথা খুঁজে নিন

   

একটি বিড়ালের করুন কাহিনী {এক নজরে পড়ে নিন}

আমি

এটি একটি সত্য ঘটনা,কেও ভেবে নিবেন না যে আমি বানিয়ে লিখেছি। ঘটনাটি ২ বছর আগের, আমাদের পাশের বাড়িতে একটি ছেলে বিড়াল পালন করত। সে যতটা সময় ফ্রি থাকত শুধু বিড়াল্টাকে কোলে নিয়ে এদিক সেদিক যেত।আমাদের বাসাই আসলেও বিড়াল্টাকে কোলে করে নিয়া আসত।বিড়ালটাকে সে অনেক আদর করত সে রাতে ঘুমাতে ঘেলেও বিড়াল্টাকে সাথে নিয়ে ঘুমাতে যেত একদিন মধ্যরাতে বিড়াল্টা ঘুমের মধ্যে ভুলবসত ইদুর মনে করে ছেলেটার নুনুর মধ্যে কামর মাড়ল সে ও মা গ করে ঘুম থেকে জেগে উঠল বিড়ালকে রাতে আর খুজে পাওয়া গেল না। ছেলেটির মা সকালে ঘুম থেকে উঠে দেখে ছেলেটি আবার বিড়ালকে কোলে নিয়া বসে আদর করতেছে ছেলেটির মা দেখে বল্ল এই বিলাই রাইতে তর ইয়ের মধ্যে কামর দিল তাও তুই আবার বিলাইডারে আদর করতাছস খারা তর আদর আমি বাইর করতাছি তাৎক্ষনিক একটা লাঠি নিল বিলাই বুঝতে পারল এই জাইগা আর নিরাপদ না সাথে সাথে একটা দৌর দিল আর মহিলাও সাথে সাথে ঘুরাইয়া একটা বারি দিল এক বারিতে বিলাই দুনিয়া থেকে বিদায় নিল ।বিড়ালের জন্য ছেলেটি অনেক কান্নাকাটি করেছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.