লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ বাজারে রবিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ২০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, দোকানঘর ও মালামালসহ প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবী।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জানায়, রাত ১টার দিকে বাজারের রাজধানী হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর ও রামগতি ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই এস আলম বস্ত্র বিতান, আলী এণ্টারপ্রাইজ, স্টার ওয়ার্ল্ড ফ্যাশন হাউজ, শরীফ টেলিকম, রাজধানী হোটেল, নোমান টেলিকম ও মোসলেহ উদ্দিনের স্টেশনারি দোকানসহ ২০ টি ব্যবসা প্রতিষ্ঠান মালামালসহ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তবে কি কারণে আগুনের সূত্রপাত ঘটেছে তা তারা নিশ্চিতভাবে বলতে পারেননি।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আলী এন্টার প্রাইজের সত্বাধিকারি জাহাঙ্গীর আলম ও এস আলম বস্ত্র বিতানের সত্বাধিকারি হাজী শাহ আলম জানান, এ অগ্নিকান্ডে তাদের প্রায় পোনে ২ কোটি টাকাসহ বাজারের ২০ টি দোকান পুড়ে কমপক্ষে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।