আমাদের কথা খুঁজে নিন

   

তোমার রঙ্গে গড়া অভিমান

জিনিয়াস কিংবা এক্সট্রা-অর্ডিনারি না হতে পারার দূ:খ কখনই আমাকে কষ্ট দেবার সুযোগ পায়নি আর আমি সাধারনের মাঝে একজন একজন অতিসাধারন, আমার মেধাবি গাধা হবার কোন ইচ্ছা নাই। আর এভাবেই আমি কাটিয়ে দিতে চাই আমার জিবন্টা, আমি নীল আমার এই আমাকে নিয়ে অনেক সুখি।

যদি দেখি নীল আকাশ…… তোমার চোখে দেখে…… সাদা মেঘদল… থাকি নীলিমা জুড়ে……… যদি বলি তুমি ভোর…… আর শুদ্ধ অনুভুতি ধরে আমার আছো অস্তিত্ব জুড়ে…… তাই দেখো ঘুম ঘুম চোখ নীলে মিশে খুব ম্লান হোক আমি ভিজে যাই, ভিজে যাই তোমার শ্রাবণে তাই ডুবে যায় মন তখন মায়াময় সে চোখ যখন আমি মিশে যাই, মিশে যাই তোমার হাসিতে যদি চাও তুমি তোমার সুরে আমি গেয়ে যাবো তোমারি গান যেন এই আমি আছি তোমার আজো আর যত ভুল, তোমার রঙ্গে গড়া অভিমান, তোমায় ভেঙ্গে গড়া আবারো বলছি তোমায় শোনো……

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.