খুব নিন্ম মানের পচা কিছু লিখি হয়তো বা, আসলে সত্যি বলতে কি পাগলের প্রলাপ ছাড়া অন্য কিছু লিখিনা আমি
জিবন টা আটকে আছে
বুড়িগঙ্গার তীরে
কালো পানিতে ঝাপসা চোখ
সস্তি খুজে ফিরে
কল্পনায় বসত করে নিল নদির পানি
ডুব সাতার কাটতে আমায় দেয় হাতছানি
যান্ত্রিক এ নগরিতে
আমি আটকে আছি সেই জন্মের পর থেকে
একাকি পথ চলা একাকি পথ ধরে
এ পথ আমায় হাজার বছর ধরে চিনে
যান্ত্রিক এ নগরিতে
যন্ত্র মানবের সাথে
আপন হয়ে থাকার অভিনয়
আমাকে বানিয়ে তুলে যন্ত্রময়
এই সেই শহর
নাম তার ঢাকা
আমাকে বুঝায় আমাকে জানায়
বুকের ভিতর চামরার নিচে সব কিছুই ফাকা
সেইখানে নেই কোনো হাড্ডি মাংস
নেই কোনো বিষ মুক্ত অংশ
আজিব শহর ঢাকা
অভিনয় করতে করতে ঘুরে গেলো মোর
ক্ষুদ্র জিবনের চাকা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।