আমাদের কথা খুঁজে নিন

   

ফিলিপাইনের পর চীন-ভিয়েতনামে হাইয়ানের আঘাö

সুপার টাইফুন হাইয়ান এবার আঘাত হেনেছে ভিয়েতনামে। দেশটির উত্তরাঞ্চলে চীন সীমান্তের কাছে ঝড়ের আঘাতে ভূমিধসের সৃষ্টি হয়েছে। এতে দেশটিতে প্রাথমিকভাবে ১১ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে বিবিসি। ভিয়েতনামের হা লং উপসাগরে ঘণ্টায় প্রায় ১৫৭ কিলোমিটার গতিতে আঘাত হানে ঝড়টি।

এদিকে, হাইয়ানের আঘাতে চীনের দক্ষিণাঞ্চলও ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছে অন্তত ছয়জন। এছাড়া কয়েকশ বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, টাইফুনের আঘাতে বিধ্বস্ত ফিলিপাইনে আন্তর্জাতিক উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে দেশটির প্রায় ৪০ লাখ মানুষ এ টাইফুনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো অনেক মানুষ খাদ্য, আশ্রয় এবং বিশুদ্ধ খাবার পানি ছাড়া খোলা আকাশের নিচে বাস করছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের বিমান এবং জাহাজ মোতায়েন করা হচ্ছে বিভিন্ন স্থানে। আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো জরুরি ত্রাণ সহায়তা শুরু করতে যাচ্ছে। টাইফুনের ফলে দেশটির মধ্যাঞ্চলের রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে, এখনো সব ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারীরা পেঁৗছাতে পারেনি। বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে দেশটির প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো বলেছেন, সরকারের প্রথম কাজ হবে দেশটির বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার করা। দেশটির সশস্ত্র বাহিনী বিমানে করে দুর্গত এলাকায় জরুরি ত্রাণ সরবরাহ শুরু করেছে। সেই সঙ্গে এ কাজে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিমানও ব্যবহার করা হবে বলে জানিয়েছেন দেশটির বিমান বাহিনীর একজন মুখপাত্র। প্রসঙ্গত, শুক্রবার আঘাত হানা এ যাবৎকালের সবচেয়ে প্রলয়ঙ্করী টাইফুন হাইয়ানের তাণ্ডবে ফিলিপাইনের এক ট্যাকলোবান শহরেই ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, অন্যান্য স্থানে নিহত হয়েছে আরও কয়েকশ মানুষ। বিবিসি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.