আমাদের কথা খুঁজে নিন

   

মেয়র পদে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

দৌলতখান পৌরসভার মেয়রপদে উপনির্বাচনে ভোট গ্রহণ শুরুর আড়াই ঘণ্টার মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থী মরিয়ম খানম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টায় ভোট বর্জনের ঘোষণা দিয়ে নিজ বাসভবনে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন, সরকারি দল সমর্থিত প্রার্থীর কর্মীরা তার এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র দখল করে প্রকাশ্যে সিল মারছে।

প্রশাসনের লোকজনকে জানিয়েও কোনো সহযোগিতা তিনি পাচ্ছেন না। রিটার্নিং অফিসার ও দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, কোনো প্রার্থীর ভোট বর্জনের সংবাদ তার কাছে নেই। তিনি জানান, মরিয়ম খানমের অভিযোগ সত্য নয়। প্রতিটি কেন্দ্রে তার এজেন্ট রয়েছে। তিনি কোথাও কোনো অনিয়মের অভিযোগ পাননি। মেয়রপদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগ সমর্থিত জাকির হোসেন তালুকদার (কাপ-পিরিচ), বিএনপির মরিয়ম খানম (আনারস), বিএনপির বিদ্রোহী প্রার্থী ফখরুল আলম টপি (দোয়াত-কলম) এবং স্বতন্ত্র প্রার্থী খায়রুল ইসলাম আজম (জাহাজ)।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতি কেন্দ্রে পুলিশ, র্যাব, বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। প্রসঙ্গত, দৌলতখান পৌর মেয়র আলী আজম মুকুল দশম সংসদ নির্বাচনে ভোলা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মেয়র পদটি শূন্য ঘোষণা করা হয়।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.