হরতালের সুযোগে রংপুরে মাঠে নেমেছে একদল প্রতারক। চক্রটি পিকেটার পরিচয়ে মোটরসাইকেল চালকদের আটক করে আগুন ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ছিনিয়ে নিচ্ছে টাকা ও মোবাইল ফোনসেট। গত দুই দিনে ৫০ জন মোটরসাইকেল চালক এ-জাতীয় ঘটনার শিকার হয়েছেন। তবে টাকা না পাওয়ায় রবিবার রাতে আবদুল হাই (৪৫) নামে এক মোটরসাইকেল চালকের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় চক্রটি। হাই রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, এ ধরনের ৪০-৫০টি অভিযোগ পেয়েছি। কিন্তু নির্ধারিত স্থানে গিয়ে চক্রটিকে হাতেনাতে ধরা যাচ্ছে না। তবে চক্রটিকে পাকড়াও করতে সাদা পোশাকে পুলিশ মাঠে নামানো হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর বৈরাগীপাড়া, দখিগঞ্জ শ্মশান, দমদমা সেতু, দর্শনা মোড়, মেডিকেল পূর্বগেট, ধাপ চেকপোস্ট, মাহিগঞ্জ সরেয়াতল, তাজহাট আর কে রোড, শালবন, সাহেবগঞ্জ মোড়, পাগলাপীর এলাকায় গত দুই দিনে ৫০ জন মোটরসাইকেল চালককে আটক করে তাদের টাকা ও মোবাইল ফোনসেট ছিনিয়ে নিয়েছে প্রতারক চক্রটি। ভুক্তভোগীরা জানান, প্রথমে মোটরসাইকেল আটকিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। চালকদের আকুতি-মিনতির সুযোগে তারা চালকের পকেট থেকে টাকা ও মোবাইল ফোনসেট বের করে নিয়ে আবারও আগুন দেওয়ার ভয় দেখায়। এ সময় গাড়ি ও নিজেকে রক্ষায় টাকা এবং মোবাইল সেট ফেলেই চালকরা দ্রুত পালিয়ে যান। নগরীর আলমনগর পীরপুর এলাকার বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে আবদুল হাই রবিবার রাত ৯টায় বাসায় ফেরার পথে স্টেশন রোড়ের আরডিসিসিএস মোড়ে দুই যুবক আটকিয়ে পিকেটার পরিচয়ে তার মোটরসাইকেলে আগুন দেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে তার পকেটে হাত দিয়ে মোবাইল ফোনসেট কেড়ে নেয়। টাকা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
আগুনে হাইয়ের কোমর থেকে নিচের অংশ ঝলসে গেছে।
একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মকর্তা মোশাররফ হোসেন অভিযোগ করেন, গতকাল সকালে কর্মস্থলে যাওয়ার পথে তাজহাট কবরস্থানের সামনে চার যুবক তাকে আটক করে নিজেদের পিকেটার পরিচয় দেয়। একপর্যায়ে একজন তেলের লাইন খুলে আগুন দেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে এই সুযোগে আরেক যুবক তার পকেট থেকে ৩ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোনসেট কেড়ে নেয়। ফেরত চাইলে আবারও আগুন দেওয়ার চেষ্টা করে। অবশেষে টাকা ও মোবাইল ফোন ফেলে মোটরসাইকেল নিয়ে চলে যান তিনি। এমন অভিযোগ করেন হারাগাছের ব্যবসায়ী আমজাদ হোসেন। তিনি একই ধরনের ছিনতাইকারীর কবলে পড়েন সাহেবগঞ্জ মোড়ে। আর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তা মাহমুদ বলেন, তিনি দেড় হাজার টাকা দিয়ে তার মোটরসাইকেল রক্ষা করেছেন। নগরীর বৈরাগীপাড়ায় রবাটসনগঞ্জ সড়কে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আট ব্যক্তি ছিনতাইয়ের শিকার হয়েছেন। রংপুর মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব রেজাউল ইসলাম মিলন বলেন, এ ধরনের ছিনতাইয়ের শিকার হয়েছেন তার পরিচিত ১৫ ব্যক্তি। বিষয়টি কোতোয়ালি থানার ওসিকে অবহিত করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।