সিলেটের জৈন্তাপুরে প্রতিপক্ষের দেওয়া আগুনে পুড়ে মরেছে ১০ পশু ও বেশ কয়েকটি হাঁস-মোরগ। পশুগুলোর মধ্যে রয়েছে ৮টি হালের গরু ও ২টি ছাগল। গত শনিবার গভীর রাতে জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল পশ্চিম গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে আবদুস সালামের গোয়াল ঘর পুড়ে মানুষের বর্বরতার কাছে হার মানে নিরীহ এই পশুদের জীবন।
আবদুস সালাম জানান- তিনি সরকারি খাস জায়গায় বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। দীর্ঘদিন থেকে একই গ্রামের একটি প্রভাবশালী চক্র তাকে বাড়ি থেকে উচ্ছেদ করে জায়গাটি আত্মসাতের চেষ্টা করে আসছে। এর জের ধরে ওই চক্রের সদস্যরা তার বিরুদ্ধে কয়েকটি মামলা দিয়েও হয়রানি করছে। জায়গা দখলের চেষ্টার ধারাবাহিকতায় ওই চক্রটি তার গোয়াল ঘরে আগুন দিয়ে পশুগুলো হত্যা করেছে। এ ঘটনায় তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এদিকে বর্বর এই ঘটনার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (উত্তর সার্কেল) মহিউদ্দিন ও জৈন্তাপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জৈন্তাপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী জানান- খবর পেয়ে ঊধর্্বতন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।