আমাদের কথা খুঁজে নিন

   

উত্তরপ্রদেশের অনেক প্রার্থী ফৌজদারি অপর

ভারতে চলমান লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ১৬ শতাংশ প্রার্থীরই ফৌজদারি অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার রেকর্ড রয়েছে।

বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস জানায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৪৭ জন প্রার্থীর মধ্যে ২৪ জনের নামে রয়েছে ফৌজদারি মামলা। এদের মধ্যে ১৮ জনের বিরুদ্ধে আবার হত্যাচেষ্টা ও অপহরণের মতো গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে। এক বিশ্লেষণ ও সমীক্ষার পর সংস্থাটি জানায়, নির্বাচনে বহুজন সমাজ পার্টির ৪৫ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতীয় জনতা পার্টি। এই দলের ২৭ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি অপরাধের অভিযোগ। তৃতীয় অবস্থান দখল করেছে কংগ্রেস। তাদের সম্পৃক্ততা ২৫ শতাংশ প্রার্থীর। রয়েছে আম আদমি পার্টির ২০ ও সমাজবাদী পার্টির ১০ শতাংশ প্রার্থী। এদের ৫২ শতাংশই কোটিপতি। এএফপি।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.