আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপিকে নির্বাচনে আনতে প্রচেষ্টা চলছে: জাবেদ আলী

নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেছেন, বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আনার জন্য কমিশন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তা কি ধরনের প্রচেষ্টা সে ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনরে কার্যালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন জাবেদ আলী।

নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেন, সব দল যেন নির্বাচনে অংশগ্রহণ করে সে প্রচেষ্টা চলছে। যোগাযোগ করা হবে না, হচ্ছে—সাংবাদিকরা তা জানতে চাইলে তিনি বলেন, সবাই যেন অংশগ্রহন করেন সে চেষ্টা চলছে।

কমিশন আশাবাদি সবাইকে নিয়ে আগামীতে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে। নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে বলে তিনি জানান।

জাবেদ আলী বলেন, নির্বাচনের তারিখ কবে এটা এখনই বলা যাবে না। সংবিধান অনুযায়ী হবে। আচরণবিধি ওয়েবসাইটে দেওয়া আছে।

দুই-একদিনের মধ্যে চুড়ান্ত হবে। তফসিল ঘোষণার পরে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে। প্রচারের ক্ষেত্রে কোনো বৈষম্য হলে তা দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.